Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

চুয়াডাঙ্গায় ক্রিকেট ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ‌

০৩ এপ্রিল, ২০২২ ৫:৫৫ অপরাহ্ণ
চুয়াডাঙ্গায় ক্রিকেট ও সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ‌
চুয়াডাঙ্গা প্রতিনিধি :

বাংলাদেশ ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ এর আওতায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় সমাপনী অনুষ্ঠান ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার সকাল দশটার সময় চুয়াডাঙ্গা জেলা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ আমানুল্লাহ আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী উদ্যোক্তা এবং চুয়াডাঙ্গা চেম্বার অফ কমার্সের সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সিনিয়র আলিয়া মাদরাসার প্রিন্সিপাল মীর জান্নাত আলী, শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক ও চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের জয়েন সেক্রেটারি দৈনিক মাথাভাঙ্গার স্টাফ রিপোর্টার এবং দৈনিক-আমার-সংবাদ এর চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি মোঃ ইসলাম রাকিব।

উক্ত সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পাঁচজন চ্যাম্পিয়ন ক্ষুদে ক্রিকেটার পাঁচজন ক্ষুদে সাঁতারে চ্যাম্পিয়ন (মহিলা) ও পাঁচজন চ্যাম্পিয়ন ক্ষুদে সাঁতারের চ্যাম্পিয়ন (পুরুষ) এর মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি নাসির আহাদ জোয়ার্দার বলেন সাঁতার কেন্দ্রের যেকোনো সহযোগিতায় আমরা থাকবো এবং আজকের চুয়াডাঙ্গার শিশুরাই এই সাঁতার এবং বিভিন্ন খেলাধুলার মাধ্যমে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, স্থানে বিশেষ অতিথি মীর জান্নাত আলী বলেন চুয়াডাঙ্গা কিশোর ও সাঁতার কেন্দ্রে প্রশিক্ষণ এর পরিচালক সাংবাদিক ইসলাম রাকিব সুস্থ এবং সুন্দর ভাবে যে সাঁতার প্রশিক্ষণ দিয়ে আসছেন তা ব্যাপক জেলা ব্যাপি সাড়া ফেলেছে, তিনি পরিশ্রম এবং মেধার মাধ্যমে শিশু-কিশোরদের যেভাবে প্রশিক্ষণ দিচ্ছেন তা আসলেই অনুকরণীয়।

চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার কেন্দ্রের পরিচালক মোঃ ইসলাম রাকিব বলেন এই প্রশিক্ষণপ্রাপ্ত শিশু কিশোররা আগামী দিনে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে, সকল শিশু-কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন তোমরা আজ প্রশিক্ষণ নিলে আগামীদিনে তোমরা এরকম প্রশিক্ষণ দেবে তাতে দেশ ও জনগণের উপকার হবে। তিনি আরো বলেন বঙ্গবন্ধু শিশু কিশোরদের সবসময় ভালোবাসতেন বঙ্গবন্ধুর অনুপ্রেরণার শিশু-কিশোরদের নিয়ে কাজ করছি, আগামীদিনে চুয়াডাঙ্গার আরো শিশু-কিশোরদের দিতে সকলের সহযোগিতা চাই।

চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া অফিসার আমানুল্লাহ আহমেদ বলেন শিশু-কিশোরদের প্রশিক্ষণে আমাদের সরকার খুব সচেতন তাই শিশু-কিশোরদের প্রশিক্ষণে সারাদেশে সরকার ব্যবস্থা করেছেন, আজকের এই শিশুরাই আগামী দিনে জাতীয় দলে খেলবে তাই শিশুদের ভালো মন-মানসিকতা দিয়ে এগিয়ে যেতে হবে , চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন তিনি।

এ সময় চুয়াডাঙ্গা শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রে শিশু-কিশোরদের অভিভাবক ও প্রায় ৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত শিশু-কিশোর-কিশোরী উপস্থিত ছিলেন।

 

শেয়ার