Top
সর্বশেষ

স্বাগতিক দেশের আম্পায়ার বাদ দেওয়ার সময় এসেছেঃ সাকিব

০৩ এপ্রিল, ২০২২ ৬:০২ অপরাহ্ণ
স্বাগতিক দেশের আম্পায়ার বাদ দেওয়ার সময় এসেছেঃ সাকিব
স্পোর্টস ডেস্ক :

করোনা মহামারি থেকে রক্ষা পায়নি ক্রিকেটও। টেস্ট ক্রিকেটে নিরপেক্ষ আম্পায়ারের বদলে এখন দায়িত্বে থাকেন স্বাগতিক দেশের আম্পায়ার। তবে এ নিয়ে অসন্তুষ্টি যেন দিন দিন বাড়ছেই চলছে। এবার বাংলাদেশের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করছেন, নিরপেক্ষ আম্পায়ারে ফিরে যাওয়া দরকার।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে তিনি লিখেছেন, ‘আমার মনে হয় আইসিসির আবারও নিরপেক্ষ আম্পায়ারে ফিরে যাওয়া সময় হয়েছে। যেহেতু করোনা পরিস্থিতি ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে অনেকটাই ঠিকঠাক।’

কিন্তু হঠাৎ করেই সাকিব এ নিয়ে কেন কথা বলছেন? কারণটা টুইটের শেষে হ্যাশট্যাগেই পরিষ্কার করেছেন তিনি। ডারবানে চলছে দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের প্রথম টেস্ট। ম্যাচটিতে বাংলাদেশের বিপক্ষে একের পর এক সিদ্ধান্ত দিয়ে যাচ্ছেন দুই আম্পায়ার মারাস ইরাসমাস ও আদ্রিয়ান হোল্ডস্ট্রোক।

পরিবারের সদস্যরা অসুস্থ থাকায় ডারবানের এই টেস্টটি খেলছেন না সাকিব। তাদের পাশে থাকতে ওয়ানডে সিরিজের পরই দেশে ফিরেছেন তিনি। সাকিবই অবশ্য প্রথম এ নিয়ে কথা বলছেন না।

কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে দেশটিতে গিয়েছিল ভারত। তখন সফরকারী অধিনায়ক বিরাট কোহলি স্টাম্প মাইকে আম্পায়ারদের নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানিয়েছেন, তিনি ক্ষিপ্ত ছিলেন প্রোডাকশন হাউজ নিয়েও।

 

শেয়ার