Top
সর্বশেষ
লেবাননে ইসরায়েলি বিমান হামলায় ফের নিহত ১৯ চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা সাফ চ্যাম্পিয়ন নারী ফুটবলারদের সংবর্ধনা দেবেন প্রধান উপদেষ্টা ১৫৭৫ টাকা বেড়ে সোনার ভরি ১ লাখ ৪৩ হাজার টাকা ছাড়ালো মব জাস্টিসের নামে সংঘটিত হত‍্যাকাণ্ডের তদন্ত প্রয়োজন: ভলকার তুর্ক পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাজ করবো: অর্থ উপদেষ্টা খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা রাজনীতিতে শেখ হাসিনার ফ্যাসিস্ট পার্টির জায়গা নেই: ড. ইউনূস বিকেলে বিএসইসিতে যাচ্ছেন অর্থ উপদেষ্টা, চূড়ান্ত হবে নীতিসহায়তার বিষয় পরিবর্তিত পরিস্থিতিতে বাংলাদেশকে সহায়তা করবে জাতিসংঘ: ভলকার তুর্ক

মাগুরায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত

০৩ এপ্রিল, ২০২২ ৭:৪৪ অপরাহ্ণ
মাগুরায় সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত
মাগুরা প্রতিনিধি :

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার কানুটিয়া এলাকায় আজ দুপুরে যাত্রিবাহী বাসের ধাক্কায় ইজিবাইক চালক এবং অপর দুই যাত্রির মৃত্যু হয়েছে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দীন জানান, রবিবার বেলা ১২ টার দিকে মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রিবাহী পরিবহনটি মাগুরা-মহম্মদপুর সড়কের কানুটিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি ইজিবাইককে আঘাত করে। এতে ইজিবাইক চালকসহ ৪ জন গুরুতর আহত হয়। এ ঘটনায় বাসের ১৫ যাত্রী আহত হয়।

দূর্ঘটনার খবর পেয়ে মহম্মদপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে পথেই ইজিবাইক চালক রাব্বি (২২) এবং জসিম (২৪) নামে এক যাত্রির মৃত্যু হয়। দূর্ঘটনায় আহত অপর দুইজনের মধ্যে নির্মল কুমার বিশ্বাসকে (৬০) যশোর নেওয়ার পথে মৃত্যু হয়েছে।

নিহত তিনজনের বাড়ি মহম্মদপুর উপজেলার বিভিন্ন গ্রামে।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকরাম হোসেন জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ইজিবাইকটিকে আঘত করায় এই হতাহতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। তবে দূর্ঘটনার পর পরই বাসের চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

 

শেয়ার