Top
সর্বশেষ

দর বৃদ্ধির শীর্ষে ফার কেমিক্যাল

০৭ জানুয়ারি, ২০২১ ৩:৫৭ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ফার কেমিক্যাল
পুঁজিবাজার ডেস্ক :

বছরের ৫ম কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার কেমিক্যাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৯১ বারে ৬০ লাখ ৭৬ হাজার ৬৬৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৫৮ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা মাইডাস ফাইন্যান্সের দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৬৯২ বারে ২১ লাখ ১৩ হাজার ৬৮৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এসোসিয়েট অক্সিজেনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৭১২ বারে ১১ লাখ ৫৬ হাজার ৯০২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ৯ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –রবির ৯ দশমিক ৯৩ শতাংশ, আইটি কনসালটেন্টসের  ৯ দশমিক ৮৭ শতাংশ, ন্যাশনাল হাউজিংয়ের ৯ দশমিক ৮৭ শতাংশ, এএফসি এগ্রোর ৯ দশমিক ৫৭ শতাংশ, সেলভো কেমিক্যালের  ৯ দশমিক ৫২ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৮দশমিক ৯৭ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ৮ দশমিক ৯৭ শতাংশ বেড়েছে।

শেয়ার