Top
সর্বশেষ

জিটিসিএলের ডিজিএম ফরহাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

০৪ এপ্রিল, ২০২২ ১২:০৩ অপরাহ্ণ
জিটিসিএলের ডিজিএম ফরহাদের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

কাজ না করে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে চট্টগ্রাম গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) উপ-মহাব্যবস্থাপক শফিউদ্দিন মো. ফরহাদ ওমরের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে সংস্থাটি সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেনকে অনুসন্ধানকারী কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুদকের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

ওই কর্মকর্তা বলেন, কমিশনের সিদ্ধান্ত অনুসারে এক কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে অভিযোগের অনুসন্ধান কার্যক্রম শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছে কমিশন। ইতোমধ্যে অভিযোগ অনুসন্ধানে তিনি চট্টগ্রাম গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডসহ বিভিন্ন দপ্তরে নথিপত্র তলব করে চিঠি দিয়েছেন।

তবে এ বিষয়ে অনুসন্ধান কর্মকর্তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

অভিযোগের বিষয়ে জানা যায়, চট্টগ্রাম গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক শফিউদ্দিন মো. ফরহাদ ওমরের বিরুদ্ধে ভুয়া বিল ভাউচারের মাধ্যমে ৯০ শতাংশ কাজ না করে অর্থ আত্মসাৎ ও জিম্মা তহবিল হতে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

শেয়ার