রাজধানীর শ্যামপুর এলাকায় বাবার সঙ্গে অভিমান করে নূর হোসেন (১৮) নামে এক কিশোর আত্মহত্যা করেছেন।
সোমবার (৪ এপ্রিল) দুপুর সোয়া দুইটা সময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নূর হোসেনের বন্ধু ইয়াসীন বলেন, আমার বন্ধু খুব রাগী কথায় কথায় সে রেগে যেত। আজ সকালে তার বাবার সঙ্গে কোন একটা বিষয় নিয়ে মনোমালিন্য হয়। পরে তার বাবা তাকে একটা চড় মারে। সেই অভিমানে সবার অগোচরে দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। পরে দরজা ভেঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানায় আমার বন্ধু আর নেই।
সে আরও জানায়, নূর হোসেন আগে পড়ালেখা করত এখন আর করে না। সে দেশের বাইরে যাওয়ার জন্য চেষ্টা করছে। করোনার কারণে সে দেশের বাইরে যেতে পারেনি। তারা বর্তমানে শ্যামপুর থানা এলাকার মুজিবুর রহমানের বাসার ভাড়াটিয়া। তার বাবার নাম মো. দেলোয়ার হোসেন।
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শ্যামপুর থেকে অচেতন অবস্থায় এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা ঘটনাটি শ্যামপুর থানাকে জানিয়েছি।