Top

রোয়াংছড়িতে গাড়ি উল্টে আহত-৬

০৪ এপ্রিল, ২০২২ ৫:১০ অপরাহ্ণ
রোয়াংছড়িতে গাড়ি উল্টে আহত-৬
আকাশ মারমা মংসিং, বান্দরবান :

বান্দরবা‌ন রোয়াংছ‌ড়ির সদর ইউনিয়নে ঘেরাউ সড়কের পাগলাছড়া এলাকার গোডার পাহাড়ে চাঁদের গাড়ি উল্টে ৬ জন যাত্রীবাহী আহত ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ব্যপারে নিশ্চিত করেন ইউপি সদস্য ক্রাচিংঅং মারমা।

৪ এপ্রিল সোমবার দুপুর নাগাদ রোয়াংছড়ি-ঘেরাউ সড়‌কের পাগলাছড়া এলাকায় এ দুর্ঘটনাটি ঘ‌টে।

আহতব্যক্তিরা, মুইমাপ্রু মার্মা (৫৪), মোচিংমা মার্মা (৬০), প্রুনুচিং মারমা (১২), মুইমেনু মার্মা (২৬), সিংম্যানু মার্মা (২০), নাইসাংপ্রু মার্মা (১৬) তারা একই এলাকার মংবাই গ্রামের বাসিন্দা।

দুর্ঘটনা ব্যাপারে স্থানীয় ইউপি মেম্বার ক্রাচিংঅং মারমা জানান, রোয়াংছড়ি বাজারে মংবাই পাড়াবাসীরা পহেলা বৈশাখ (সাংগ্রাই) জন্য বাজার করতে যায়। পাশাপাশি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিডি চাউল উত্তোলণ ও সব কিছু কাজ শেষ করে যাত্রীবাহীরা নিজ পাড়ার উদ্দেশ্য ফিরে। এসময় পাগলাছড়া রবিসেন গোধা পাহাড়ে ভাঙ্গা রাস্তায় কালভার্টের উঠতে না পারলে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়িটি উল্টে যায়। এতে দুর্ঘটনায় ৬ জন গুরুত্বর আহত হয়।

স্থানীয়রা জানান, দুর্ঘটনাটি খবর শুনলে এলাকাবাসী ছুটে যায় আহত ব্যক্তিদের উদ্ধার করতে। পরে গুরুত্বর আহতদেরকে উদ্ধার করে রোয়াংছড়ি সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ‌ বিষ‌য়ে রোয়াংছড়ি উপজেলার স্বাস্থ্য দায়িত্বরত কর্মকর্তা মংহ্লাপ্রু বলেন, দুর্ঘটনায় আহত রোগীদেরকে প্রাথমিক চিকিৎসা করে ৩ জনকে ভর্তি করেছি। তবে অপর ৩ জননে গুরুত্বর আহত হওয়ার কারণে উন্নতি চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

শেয়ার