Top

পঞ্চগড়ের সড়ক দূর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত

০৪ এপ্রিল, ২০২২ ৫:১৩ অপরাহ্ণ
পঞ্চগড়ের সড়ক দূর্ঘটনায় মাদরাসা শিক্ষক নিহত
সাজ্জাদুর রহমান সাজ্জাদ, পঞ্চগড় :

পঞ্চগড় জেলার বোদা উপজেলায় মোটরসাইকেল দূর্ঘটনায় আব্দুল্লাহ (৪২) নামে এক মাদরাসা শিক্ষক নিহত হয়েছে। এসময় আলামিন নামের অপর এক মাদরাসা শিক্ষক আহত হয়েছে।

সোমবার (৪ এপ্রিল) বিকেলে বোদা-পাঁচপীর সড়কের বলরামহাট নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। নিহতের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায়। সে ওই উপজেলার পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসার শিক্ষক। তবে তারা কেন এদিকে এসেছিলেন তা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, বীরগঞ্জ পশ্চিম তুলসি হাফেজিয়া মাদরাসার তিন শিক্ষক এক মোটরসাইকেলে করে তারা বোদা উপজেলায় আসছিলেন। পথিমধ্যে বলরামহাট এলাকায় আসলে একটি ট্রাক্টরকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহর মৃত্যু হয়। আহত হয় অপর শিক্ষক আলামিন। অপরজনের কোন ক্ষতি হয়নি। আহত আলামিনকে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা শিক্ষক নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার