Top
সর্বশেষ

দক্ষিণ আফ্রিকায় ‘অ্যাবিউজের শিকার’ মুমিনুলরা

০৪ এপ্রিল, ২০২২ ৬:০৭ অপরাহ্ণ
দক্ষিণ আফ্রিকায় ‘অ্যাবিউজের শিকার’ মুমিনুলরা
স্পোর্টস ডেস্ক :

স্লেজিং ক্রিকেটের পার্ট, তবে মাত্রা ছাড়ানো কোনও কিছুই ভালো নয়। স্লেজিং মাত্রা ছাড়ালে ক্রিকেট বিধানে শাস্তিও আছে। কিন্তু বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে যা হয়েছে, সেটি ক্রিকেট বিশ্বে বিরল! ডারবান টেস্টে বাংলাদেশ দল অ্যাবিউজের শিকার হয়েছে বলে জানালেন অধিনায়ক মুমিনুল হক।

ডারবানে শেষ দিনে ৫৫ মিনিটে অলআউট হয় বাংলাদেশ দল। ২২০ রানের বড় হারের পর সংবাদ সম্মেলনে মুমিনুল খেলার বাইরের ঘটনা নিয়ে মুখ খুললেন, ‘স্লেজিং তো হয় মাঠে। স্লেজিং হবে এটা স্বাভাবিক। স্লেজিং যদি মাঝে মাঝে অ্যাবিউজের কাছে চলে যায়, তখন এটা খুব খারাপ। আমার কাছে মনে হয় মাঝে মধ্যে তারা অ্যাবিউজ করছিল। খুব বাজে ভাবে। যেটা আম্পায়ারও ওভাবে ওদের নোটিশ করেনি।’

ঠিক কিভাবে অ্যাভিউজ করেছিল এমন প্রশ্নে মুমিনুল স্পষ্ট করে কিছু বললেন না, ‘এগুলো জিনিষ শেয়ার করা যাবে না। এগুলো আম্পায়াররা হয়তো ওভাবে খেয়াল করেনি। এগুলো কোনো কিছু ওভাবে ম্যাচ রেফারিকে জানানো হয়নি।’

চতুর্থ দিনের খেলা শেষে আম্পায়াররা যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন, তখন তাদের কাছে যান তামিম ইকবাল। প্রোটিয়া দুই আম্পায়ার মারাইস এরাসমাস ও আড্রিয়ান হোল্ডস্টকের সঙ্গে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক কথা বলেন। টিম ম্যানেজমেন্ট সুত্রে জানা যায় দুই আম্পায়ারের পক্ষ-পাতিত্বমূলক আচরণের প্রতিবাদ করছিলেন তামিম। বেশ কয়েকবার বাংলাদেশের পেসারকে সতর্ক করলেও একবারের জন্য স্বাগতিক কোন ক্রিকেটারকে সতর্ক করতে দেখা যায়নি। সবমিলিয়ে প্রশ্নবিদ্ধ আম্পায়ারিং এবং প্রযুক্তির সন্দেহজনক ব্যবহার নিয়ে তীব্র ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশ দলে।

ম্যাচ শেষে অধিনায়ক মুমিনুল বলেছেন, ‘আম্পায়ারিংয়ের যে ইস্যুটা বললেন সেটাও আমাদের হাতে নেই। কিন্তু আমার কাছে একটা জিনিষ গুরুত্বপূর্ণ মনে হয়, আইসিসির এগুলো জিনিষ নিয়ে চিন্তাভাবনা করা উচিৎ। নিরেপক্ষ আম্পায়ারিংগুলো আবার নিয়ে আসা উচিৎ। কোভিডের আগে যে অবস্থা ছিল, এখনতো কোভিড মোটামুটি নিয়ন্ত্রনে। আমার মনে হয় আইসিসিসির এই জিনিষগুলো লুক আফটার করা উচিৎ। নিরেপক্ষ আম্পায়ারিং দিয়ে দেওয়া উচিৎ। শুধু এই সিরিজে নয়, অনেক সময় অনেক সিরিজেও এরকম হয়েছিল। আম্পায়াররা ওই দেশের ওই টিমের পক্ষে সিদ্ধান্ত দিয়ে থাকে। যেগুলো আমরা এই সিরিজেও দেখছি, আগের সিরিজেও দেখছি।’

এদিকে টিভিতে আম্পায়ারদের এমন অদ্ভুত সিদ্ধান্ত দেখে হতবাক সাকিব। টুইটারে ক্ষোব উগরে দিয়ে লিখেছেন, ‘আমি মনে করি আইসিসির জন্য আগের মতো নিরপেক্ষ আম্পায়ার ফেরানোর সময় এসেছে। কারণ বেশিরভাগ ক্রিকেট খেলুড়ে দেশে কোভিড পরিস্থিতি এখন ঠিক হয়ে গেছে।’

শুধু সাকিব নয়, টিম ডিরেক্টর খালেদ মাহমুদও ক্ষোভ প্রকাশ করেছিলেন। চতুর্থদিনের খেলা শেষে তিনি বলেছিলেন, ‘আম্পায়ার একটা বড় ভূমিকা পালন করেন একটা টেস্ট ম্যাচে। একটা সিদ্ধান্ত অনেক কিছু নির্ভর করে আসলে। সকাল থেকে সবাই দেখেছেন আম্পায়ারিং, এটা তো লুকানোর কিছু নেই। কিছু সিদ্ধান্ত আমাদের বিপক্ষে গিয়েছে যেটা আগে যদি পেতাম তাহলে হয়ত ২৭০ তাড়া না করে এখন ১৮০ তাড়া করতাম। আম্পায়ারদের রেসপেক্ট। তারা মাঠের বিচারক। এটা আমাদের মেনে নিতে হবে সব সময়ই। আমরা একটা রিভিউ নিলে উইকেট পেতাম, ভয়ে নেওয়া হয়নি আসলে। এত ইনকন্সটিন্টেন্স আম্পায়ারিং অনেক দিন পর দেখলাম সত্যি কথা বলতে।’

এদিকে ক্রিকেটার এবং কর্মকর্তারা যখন আম্পায়ারদের মুণ্ডপাত করছেন। তখন স্থানীয় এক সাংবাদিক টুইটে সাকিবকে দুই আম্পায়ারের কাছে ক্ষমা চাইতে বলেছেন। দক্ষিণ আফ্রিকার সাংবাদিক টেলফোর্ড ভাইস ক্রিকবাজে দুই আম্পায়ারের রেকর্ডের ফর্দ তুলে ধরেন, ‘‘সাকিব আল হাসানের ভালো করে জানা উচিত: ম্যাচে ভুল সিদ্ধান্তের চারটি গেছে তাদের পক্ষে। আর চারটি গেছে বিপক্ষে। এক্ষেত্রে এরাসমাস ও হোল্ডস্টকের কাছে সাকিবের ক্ষমা চাওয়া উচিত। বিশেষ করে মারাইস এরাসমাসের। তার ক্যারিয়ারে তিনি কতোগুলো পুরস্কার জিতেছেন, কতো শতাংশ সঠিক সিদ্ধান্ত দিয়েছেন তা জানা উচিত।’

শেয়ার