দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থান দখল সংক্রান্ত মিথ্যাচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। গত শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজের পর কিছু লোকের উষ্কানিতে ‘তিন গ্রামবাসীর’ ব্যানারে কবরস্থান দখলের মিথ্যাচারে অযৌক্তিক মানববন্ধন ও সড়ক অবরোধ করেন। এর প্রতিবাদে সোমবার সকাল ১১ঘটিকায় ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভুক্তভোগী জমির মালিক আনোয়ারুল কাদির।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জমির বৈধ মালিক আনোয়ারুল কাদির। তিনি বলেন, ফুলবাড়ী উপজেলাধীন পূর্ব গৌরীপাড়াস্থ বুড়া দিঘী কবরস্থান দখল মর্মে যে মিথ্যাচার করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রকৃত সত্যকে গোপন করে কবরস্থানের প্রতি মানুষের দূর্বলতাকে ব্যবহার করে রিয়াজ উদ্দিনের পুত্র আলতাব হোসেন তার কিছু ভাড়াটে লোকজনকে দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছেন।
উক্ত জমির স্বত্ত বর্ণনা করে বলেন, ১৯৪৮ সালে ৪০০ টাকা সেলামি গ্রহণে ও বার্ষিক ১.৫০ টাকা জমা ধার্যে রায়তি স্বত্বে আমার পিতা আব্দুল জব্বারকে পত্তন দেয়। পত্তন সুত্রে এস.এ ২৩৩ খতিয়ানে আমার পিতা আব্দুল জব্বারের নামে খতিয়ান ভুক্ত হয়। তখন থেকে উক্ত খতিয়ানের ৩০৪ দাগের জমিটি আমরা ভোগ দখল করে আসছি। জমিটিতে আমাদের একটি পারিবারিক কবরস্থান রয়েছে। পরবর্তীতে আমার পিতার মৌখিক অনুমতিতে দক্ষিণ পূর্ব কোণে স্থানীয় লোকজন কবর দিয়ে থাকেন যা এখনও দেন।
আমার পিতা আব্দুল জব্বার ওই জমি ভোগদখল করা কালীন ১৯৯৫ সালে রেজিস্ট্রিকৃত ২৩৯ নং হেবাবিল এওয়াজ দলিল মূলে আমি এবং আমার ভাই মো. কামরুল হাসান এর কাছে হস্তান্তর করেন। সেই সূত্রে আমি ওই সম্পত্তি গত ২০০৯ সালে আমার নামে নামজারী করে ভোগ দখল করে আসছি।
স্থানীয় রিয়াজ উদ্দিনের পুত্র আলতাফ হোসেন গত শুক্রবার (১এপ্রিল’২২) বাদ জুম্মা ফুলবাড়ীর ঢাকা মোড়ে ওই সম্পত্তির স্বত্বের প্রকৃত মালিকানা বিষয়ের তথ্য গোপন করে, অযৌক্তিক মানববন্ধন করেন। মহাসড়কের যান চলাচলে বাধা সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে প্রকৃত ও সত্য গোপন করে। এর আগেও ১৯৮৫ সালে এ সংক্রান্ত জজ কোর্টের মামলায় রিয়াজ উদ্দিন, আলতাফ হোসেনসহ ১০ জন পরাজিত হয়ে এখন মিথ্যাচারের মাধ্যমে আমাদের সুনাম ক্ষুন্ন করছে। তাই আমি এবং আমার পরিবারের লোকজন ওই কথিত মানববন্ধনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
এসময় উপস্থিত ছিলেন তার ছেলে এএসএম আসাদুজ্জামান, চাচাত ভাই কোরবান আলী ও ফুপাত ভাই মিজানুর রহমান প্রমুখ।