Top

হতাশ হয়ে ফেসবুকে স্ট্যাস্টাস সেই ছামিউল এখন প্রশাসন ক্যাডার

০৪ এপ্রিল, ২০২২ ৭:৩৭ অপরাহ্ণ
হতাশ হয়ে ফেসবুকে স্ট্যাস্টাস সেই ছামিউল এখন প্রশাসন ক্যাডার
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

বিভিন্ন পরীক্ষায় অংশ নিয়ে হতাশ হয়ে একদিন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়া সেই ছামিউল আজ বিবিএস প্রশাসন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত।

কিছু দিন আগে তিনি তার ফেসবুক ওয়ালে লিখেছিলেন, কিছু কিছু মানুষের জীবনে বিসিএস ক্যাডার হতে চাওয়াটাই ভুল-পরীক্ষার পর দিতে হয় শুধু সেই ভুলের মাসুল। বিসিএস এক মায়ার নাম। এই মায়ার পেছনে দৌড়ে জীবন-যৌবন নষ্ট না করার জন্য সবাইকে উৎসাহিত করা উচিত।

ছামিউল ইসলাম নিজের কৃতিত্বপূর্ণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, আলহামদুলিল্লাহ ৪০তম বিসিএসে প্রশাসন ক্যাডারে সুপারিশ পেয়েছি। আমার এ অর্জনের জন্য আমার আব্বা-আম্মার অবদান স্বীকার না করলেই নয়। তবে আমার মত সাধারণ পরিবারের একজন ছেলে প্রশাসন ক্যাডারে সুযোগ পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।

গত বুধবার সরকারী কর্ম কমিশন (পিএসি) ৪০তম বিসিএসের ফল প্রকাশ করেন। এতে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৯৬৩ জনকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করা হয় এবং প্রশাসন ক্যাডারে সুপারিশ করা হয় ২৪৫ জনের।এর মধ্যে ছামিউল ইসলাম একজন।

৪০তম বিসিএসের চূড়ান্ত ফলে প্রশাসন ক্যাডারে স্থান পাওয়া ছামিউল কুড়িগ্রামের চিলমারী উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কোদাল ধোয়ার পাড় এলাকার সাধারণ ব্যবসায়ী আক্তার আলী ও গৃহিণী ছালমা বেগমের বড় ছেলে। দুই ভাইয়ের মধ্যে তিনি বড়। ছোট ভাই মো. সাইদ হাসান উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে অধ্যয়নরত রয়েছে।

ছামিউল ইসলাম ২০১০ সালে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে অবস্থিত কয়ারপাড় বীরবিক্রম উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। এর পর ২০১২ সালে চিলমারী ডিগ্রি কলেজ (বর্তমানে চিলমারী সরকারি কলেজ) থেকে বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ-৫ নিয়ে এইচএসসি পাস করেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে ভেটেরিনারি সায়েন্সে পড়াশোনা করে এপিয়ার্ড দিয়ে ৪০তম বিসিএসে অংশ নেন।

প্রশাসন ক্যাডারে সুপারিশ পাওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন চিলমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীরবিক্রম, চিলমারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরাতুজ্জামান লতিফ, রানীগঞ্জ ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম প্রমুখ।

শেয়ার