Top
সর্বশেষ

আমাদের গালাগালি করেছে প্রোটিয়া ক্রিকেটাররা!

০৫ এপ্রিল, ২০২২ ১১:২৬ পূর্বাহ্ণ
আমাদের গালাগালি করেছে প্রোটিয়া ক্রিকেটাররা!
স্পোর্টস ডেস্ক :

ক্রিকেট খেলায় স্লেজিং নতুন কিছু নয়। কিন্তু সেটারও একটা সীমা থাকা উচিত! সদ্য সমাপ্ত ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকান ক্রিকেটাররা সেই সীমা অতিক্রম করে ফেলেছিলেন, এমনকি তারা গালাগালিও করেছেন, এমন অভিযোগ তুললেন মুমিনুল হক।

ডারবানে ২৭৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে লজ্জাজনক এক হার সঙ্গী হয়েছে বাংলাদেশ দলের। প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ আর সাইমন হারমার ১৯ ওভারে টাইগারদের অলআউট করে দেন মাত্র ৫৩ রানে।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে মুমিনুল নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করেছেন ও আম্পায়ারিংসহ কিছু কিছু ক্ষেত্রে সফরকারিদের সঙ্গে ভালো আচরণ হয়নি, অভিযোগ তার।

মুমিনুল বলেন, ‘স্লেজিং তো হয় মাঠে। স্লেজিং হবে, এটা স্বাভাবিক। স্লেজিং যদি মাঝেমাঝে গালাগালির কাছে চলে যায়, তখন এটা খুব খারাপ। আমার কাছে মনে হয়, ওরা অ্যাবিউস করছিল, খুব বাজেভাবে। যেটা আম্পায়ারও জিনিসগুলো আমার কাছে মনে হয়… ওইভাবে ওদের নোটিশ করেনি।’

কী ধরনের গালাগাল করেছেন প্রোটিয়া ক্রিকেটাররা, সেটি অবশ্য প্রকাশ করতে রাজি হননি মুমিনুল। টাইগার টেস্ট অধিনায়ক বলেন, ‘এগুলো শেয়ার করা যাবে না। আম্পায়াররা হয়তো ওভাবে খেয়াল করেননি।’

শেয়ার