পূর্বঘোষণা ছাড়াই বেতন-ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবিতে রংপুর থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। মঙ্গলবার সকাল থেকে এই কর্মবিরতি পালন করছেন তারা। হঠাৎ শুরু হওয়া এই কর্মবিরতিতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। অনেকে বাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন।
তবে সৌখিন, এনা, নাবিল ও শাহ ফতেহআলী পরিবহনের বাস চলাচল করতে দেখা গেছে। এসব পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজারেরা জানান, তাদের বেতন ভাতা পরিশোধ থাকায় তারা কর্মবিরতি করছে না। যে সকল বাস মালিক তাদের মটর শ্রমিকদের খোড়াকি, বেতন, ভাতা পরিষোধ করে নাই অথবা তাদেও বেতন ভাতা বৃদ্ধি করে নাই সেব বাসের চালক, হেলপাড় ও সুপারভাইজারেরা ধর্মঘট করছে বলে জানান তারা।
শ্রমিকরা জানান, ঢাকায় তাদের কেন্দ্রীয় নেতাদের মধ্যস্ততায় মালিকপক্ষের সঙ্গে আলোচনা হওয়ার কথা রয়েছে। এরপরই সিদ্ধান্ত আসবে। শ্যামলি পরিবহনের হেলপার সোহেল রানা জানান, অনেক গাড়ির মালিক তাদের শ্রমিকদের পর্যাপ্ত মজুরি দিলেও আমরা তা পাই না। দীর্ঘদিন ধরে দাবির বিষয়ে জানানো হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই বাধ্য হয়ে আমরা গাড়ি চালানো বন্ধ রেখেছি।
রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম এ মজিদ জানান, মটর শ্রমিক ইউনিয়ন থেকে কোনো ধর্মঘট ডাকা হয়নি। মূলত মালিকপক্ষের নির্দেশে একটি পক্ষ বাস চলাচল বন্ধ রেখেছে। কারা এই ধর্মঘট ডাক দিয়ে সাধারণ মানুষকে জিন্মি কওে রেখেছে তাদের খুঁজে বের করারও দাবি জানান এই শ্রমিক নেতা।