Top

আমাদের অন্নদাতা

০৭ জানুয়ারি, ২০২১ ১০:৪১ অপরাহ্ণ
আমাদের অন্নদাতা
পীযূষ কান্তি বড়ুয়া :

আমায় তিনি অন্ন যোগান অন্ন দিয়ে পালেন
ক্ষুৎপীড়িতের পেটের চুলায় মাঠের ফসল ঢালেন
তাঁদের দেয়া সেই ফসলে আমরা চালাই রাজ্য
তাঁদের দাবী তাঁদের চাওয়া হয় সবই অগ্রাহ্য।

তাঁদের গায়ে জিরজিরে হাড় তাঁদের ত্বকের ভাঁজে
একটি জাতির উন্নয়নের ঢাকের কাঠি বাজে
উদোম দেহে শীত-গরমে মাটির সাথে যুঝে
দেশের লোকের অন্ন তাঁরা কষ্টে আনেন বুঝে।

রোদের তাপে পুড়লে তাঁরা মাঠের ফসল হাসে
বর্ষা নেমে ধুলেই ফসল পাকতে ভালোবাসে
পান্তা-পেঁয়াজ শক্তি তাঁদের অরুণ তাঁদের ঘড়ি
আঁধার কেটে ফরসা হলেই কাজের ছড়াছড়ি।

আমার তোমার এই ফুটানির অন্ন অপচয়ে
তিলে তিলে জাতির ভাগ্য যায় ক্ষয়ে সংশয়ে
আমরা খাদক, উৎপাদনে সর্বসহা যাঁরা
ক্ষুধায় তাঁরা মরলে আমরা গর্বে মহাতারা।

তাঁরা আমায় অন্ন যোগান তাঁরা আমার ত্রাতা
অন্ন পেয়ে ঘুরাই ছড়ি আমরা হই বিধাতা
তাঁদের গায়ে মাটির গন্ধ তাঁদের গায়ের ঘামে
আমার ঘাড়ের ঋণের বোঝা ধীরে ধীরেই নামে।

জীবন যুদ্ধে লড়তে লড়তে হার না মানে যাঁরা
আমার করা অপমান তাঁর ছোটায় রক্তধারা
আমায় যাঁরা অন্ন যোগান তাঁরাই বীরের সেরা
তাঁদের শ্রমে হবেই তরীর তীরের টানে ফেরা।

 

শেয়ার