Top
সর্বশেষ

স্মিথের চার ইনিংসে ১০, পাঁচ ইনিংসে ১৪১!

০৮ জানুয়ারি, ২০২১ ১২:৫৩ অপরাহ্ণ
স্মিথের চার ইনিংসে ১০, পাঁচ ইনিংসে ১৪১!

ভারতের বিপক্ষে টেস্টের প্রথম চার ইনিংসে ১০ রান করা স্মিথের পাঁচ ইনিংসে রান ১৪১! আগের দুই টেস্টে বাজে ব্যাটিং নিয়ে যত কথা, কাটাছেঁড়া ও পরিসংখ্যান ঘাঁটা হয়েছে, তার জবাব দিলেন পঞ্চম ইনিংসে ১৩১ রান করে!

অর্থাৎ সিডনি টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ১৩১ রানের এক ইনিংসে প্রত্যাবর্তন ঘটল স্মিথের, প্রত্যাবর্তন ঘটল এখনকার টেস্ট ক্রিকেটে খুব স্বাভাবিক হয়ে আসা এক অনুভূতির, স্মিথ রান পাচ্ছেন! ২২৬ বলের এই ইনিংস শুরু হয়েছিল কাল দলীয় ১০৬ রানে। ১৬ চারে সাজিয়ে শেষ উইকেট হিসেবে। রান আউট, জশ হ্যাজেলউডকে ওই ওভারে যশপ্রীত বুমরার মুখোমুখি হতে দিতে চাননি স্মিথ। ২ রান নিতে গিয়ে অপমৃত্যু ঘটেছে শেষ ব্যাটসম্যানকে নিয়ে দারুণ এক লড়াইয়ের। লাবুশেনের সঙ্গে ১০০ রানের জুটি ভাঙার পর সাতটি উইকেট জুটিতে কারও সঙ্গে পঞ্চাশের দেখাও পাননি স্মিথ। শেষ উইকেটে হ্যাজেলউডকে নিয়ে যোগ করেন ১৭ বলে ২২। এর মধ্যে স্মিথেরই ২১।

স্মিথের এমন প্রত্যাবর্তন তো হওয়ারই কথা ছিল। রবিচন্দ্র অশ্বিনের পায়ে অফ স্পিন করার কৌশলের সামনে শুরুতে ভুগেছেন। কিন্তু খেলা গড়িয়ে চলার সঙ্গে স্মিথের ফেরাও যেন অবধারিত ছিল। বিশেষ করে প্রতিপক্ষ যেহেতু ভারত, টেস্টে আর কোনো দলের বিপক্ষে এত সেঞ্চুরি নেই স্মিথের।

সিডনিতে আজ তৃতীয় দিনের সেঞ্চুরিসহ ৮টি; টেস্টে এর আগে শুধু তিনজন ভারতের বিপক্ষে এত সেঞ্চুরি পেয়েছেন। ভিভ, সোবার্স ও পন্টিং। এর আগে টেস্টে ভারতের বিপক্ষে সর্বশেষ সেঞ্চুরি (২০১৭, ধর্মশালা) পাওয়া ব্যাটসম্যানও ছিলেন স্মিথ। সেই খরা কাটল তাঁর ব্যাটেই। এবার ভারতের সফরে স্মিথের তিন সেঞ্চুরি, সবগুলোই সিডনিতে! ভারত স্মিথের কত প্রিয় প্রতিপক্ষ তা-ও বুঝিয়ে দেয় পরিসংখ্যান। স্মিথের মোট আন্তর্জাতিক সেঞ্চুরির ৩৪ শতাংশ ভারতের বিপক্ষে।

সেঞ্চুরির পর জবাবটাও দিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এ অধিনায়ক। বাতাসে ব্যাট বাগিয়ে ধরা যে কিছু লোকের মুখ বন্ধ করতে, তা বোঝা গেল স্মিথের কথায়, ‘ফর্ম হারানো নিয়ে অনেকের অনেক কথাই পড়লাম। আমার মনে হয় ফর্ম হারানো ও রান–খরার মধ্যে পার্থক্য আছে। তাই কিছু রান করে কিছু লোককে চুপ করাতে পেরে ভালো লাগছে।’

স্মিথের এটি ২৭তম টেস্ট সেঞ্চুরি। শুধু স্যার ডন ব্র্যাডম্যানই তাঁর চেয়ে কম ইনিংস খেলে এতগুলো সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। ২৭তম সেঞ্চুরিতে পৌঁছাতে ৭০ ইনিংস লেগেছিল ডনের। স্মিথের লাগল ডনের প্রায় দ্বিগুণ! ১৩৬ ইনিংস। কিন্তু তালিকায় পরের নামগুলো দেখুন, বিরাট কোহলি (১৪১ ইনিংস), শচীন টেন্ডুলকার (১৪১ ইনিংস), সুনীল গাভাস্কার (১৫৪ ইনিংস), ম্যাথু হেইডেন (১৫৭ ইনিংস)। স্মিথ এর আগে সর্বশেষ সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৯ অ্যাশেজে ওল্ড ট্রাফোর্ডে। ভুল হলো। ডাবল সেঞ্চুরি।

আরেকটি সেঞ্চুরির দেখা পেতে মাঝে কেটে গেছে ৪৯০ দিন। এর মধ্যে গত বছরটা ছিল সবচেয়ে বাজে। টেস্টে স্মিথের ব্যাটিং গড় ছিল ২০-এর নিচে। এমন কিছু তাঁর ক্যারিয়ারে এই প্রথম। কিন্তু নতুন বছরটা স্মিথ শুরু করলেন সেঞ্চুরি দিয়ে; সবার প্রতি হয়তো এটাই স্মিথের বার্তা, নতুন বছরটা সবার এমন কাটুক, এমন প্রত্যাবর্তন ঘটুক!

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার