রাশিয়া থেকে জ্বালানি আমদানিতে নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে ইউরোপ। ফলে বৈশ্বিক সরবরাহের ওপর নতুন করে নেতিবাচক প্রভাব পড়ছে। এতে এশিয়ায় কয়লার দাম বেড়ে গেছে। বুধবার (৬ এপ্রিল) ব্লুমবার্গের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, থার্মাল কয়লা সরবরাহের ক্ষেত্রে বিশ্বে রাশিয়ার অবস্থান তৃতীয় ও ইউরোপের বাজারে একক আধিপত্য রয়েছে।
আইসিই ফিউচার ইউরোপের তথ্য অনুযায়ী, এশিয়ায় মঙ্গলবার নিউক্যাসল কয়লার দাম টনপ্রতি ছয় দশমিক চার শতাংশ বেড়ে ২৮১ ডলার হয়েছে। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ। ইউরোপের দেশগুলোতেও দাম বাড়া অব্যাহত রয়েছে। কয়লা আমদানির ক্ষেত্রে রাশিয়ার বিকল্প খোঁজায় কয়লার দামে এমন ঊর্ধ্বগতি।
ইন্দোনেশিয়ান কয়লা খনি সমিতির নির্বাহী পরিচালক হেন্দ্রা সিনাদিয়া বলেন, ইন্দোনেশিয়ার কয়লা উৎপাদনকারীরা এরই মধ্যে ইতালি, স্পেন, পোল্যান্ড ও জার্মানিসহ ইউরোপের বেশ কিছু নতুন ক্রেতা পেয়েছেন।
তবে কোম্পানিগুলো সরবরাহ বাড়াতে পারবে কি না সে বিষয়টি পরিষ্কার নয়। কারণ প্রথমত তাদের সক্ষমতায় ঘাটতি রয়েছে। দ্বিতীয়ত স্থানীয় চাহিদাকে অগ্রাধিকার দিতে হয়। অন্যতম কয়লা রপ্তানিকারী দেশ অস্ট্রেলিয়ারও এ ক্ষেত্রে সক্ষমতার ঘাটতি রয়েছে।
ইউক্রেন যুদ্ধের জেরে রুশ অর্থনীতি পঙ্গু করে দিতে আরও শক্তপোক্তভাবে মাঠে নামছে ইউরোপ। গত এক মাসে মস্কোর ওপর বেশ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে তারা। এবার দেশটি থেকে কয়লা, কাঠ, রাসায়নিকসহ মূল্যবান বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করতে উদ্যোগ নিয়েছে ইউরোপীয় কমিশন।