Top

ঠাকুরগাঁওয়ে বীজগম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

০৬ এপ্রিল, ২০২২ ৭:৪৫ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বীজগম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
ঠাকুরগাঁও প্রতিনিধি :

দেশের উত্তরের কৃষিপ্রধান জেলা ঠাকুরগাঁও। দেশের মোট উৎপাদিত শস্য গম এবং বীজগমের সিংহভাগই উৎপাদিত হয় এখানে।

বুধবার দুপুরে গমের স্বর্গরাজ্য বলে খ্যাত ঠাকুরগাঁওয়ে ২০২১- ২০২২ কৃষি বছরের বীজগম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)র ঠাকুরগাঁও বীজ উৎপাদন কেন্দ্রের আয়োজনে “ধান, গম, ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প” এর আওতায় এ বীজ সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিএডিসি বীজ উৎপাদন কেন্দ্র শীবগঞ্জের উপ-পরিচালক তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বীজগম সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন “ধান, গম, ভুট্টার উন্নততর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্প” পরিচালক দেবদাস সাহা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএডিসি ঠাকুরগাঁওয়ের বীজ প্রক্রিয়াজাতকরন কেন্দ্রের উপ-পরিচালক মোর্তজা রাশেদ ইশবাল, কট্রাক্ট গ্রোয়ার্স ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক ফারুক হোসেনসহ বিএডিসির কর্মকর্তা কর্মচারী এবং কৃষকগণ।

 

শেয়ার