এক বিবৃতিতে মেরিস পেইন বলেন, রাশিয়ার ৬৭ জন অভিজাত নাগরিক ও ধনকুবেরের বিরুদ্ধে আজ আমি নিষেধাজ্ঞা ঘোষণা করছি। এরা সবাই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ। তারা ইউক্রেনে হামলার মতো জঘন্য কর্মকাণ্ডে সহায়তা করেছেন এবং সমর্থন দিয়ে আসছেন।
ইউক্রেনে হামলার পর থেকেই বিভিন্ন দেশের নিষেধাজ্ঞার কবলে পড়েছে মস্কো। একের পর এক বিভিন্ন দেশ নিষেধাজ্ঞা আরোপ করছে। রাশিয়ার ওপর দফায় দফায় নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রও। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দুই মেয়ের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে ওয়াশিংটন।
নতুন নিষেধাজ্ঞার আওতায় পুতিনের দুই মেয়ে মারিয়া ভরোন্তোসভা ও ক্যাটেরিনা টিখোনোভাসহ রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের স্ত্রী ও মেয়ে এবং রুশ নিরাপত্তা কাউন্সিলের সদস্যরাও রয়েছেন। এছাড়া নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার শীর্ষ সরকারি ও বেসরকারি ব্যাংকও রয়েছে।
বিবৃতিতে হোয়াইট হাউস জানায়, এসব ব্যক্তিবর্গ রুশ জনগণের টাকায় নিজেদের সমৃদ্ধ করেছেন। তাদের মধ্যে অনেকে আবার ইউক্রেনে রুশ হামলাকে সমর্থন করছে। তাই এই নিষেধাজ্ঞা জারি করা হলো।
এদিকে রাশিয়ার ওপর সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে এই নিষেধাজ্ঞা পর্যাপ্ত নয় বলেও উল্লেখ করেন তিনি।
নিজের সর্বশেষ ভিডিও বার্তায় পশ্চিমা দেশগুলোকে আরও কঠোর নিষেধাজ্ঞা এবং রাশিয়ার তেল বয়কটের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি।