Top

বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা

০৭ এপ্রিল, ২০২২ ৪:২২ অপরাহ্ণ
বেড়েই চলেছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের চিলমারীতে ডায়রিয়া আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে ১৮ জন রোগী ভর্তি হয়েছে। এর মধ্যে শিশুর সংখ্যাই বেশি। তবে আবহাওয়ার কারণেই এই রোগে আক্রান্তের সংখ্যা বেড়েছে বলে মন্তব্য করছেন চিকিৎসকরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত এক সপ্তাহে ডাইরিয়া আক্রান্ত হয়েছেন ১৮জন। এর মধ্যে ১২ জনই শিশু। চিকিৎসা নিতে আসা এক শিশুর অভিভাবক বলেন, আমার ছেলের হঠাৎ করে পাতলা পায়খানা শুরু হয়। পওে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসকরা বলছেন ডায়রিয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডাইরিয়া আক্রান্তের সংখ্যা বেড়েছে। হাসপাতালে পর্যাপ্ত ঔষধ আছে। আর সময়ে সবাইকে সচেতন থাকতে হবে। আর স্বাভাবিক খাবার খেতে হবে।

শেয়ার