Top

নকল সেমাই কারখানায় এক লক্ষ টাকা জরিমানা, এক টন সেমাই জব্দ

০৭ এপ্রিল, ২০২২ ৪:৩২ অপরাহ্ণ
নকল সেমাই কারখানায় এক লক্ষ টাকা জরিমানা, এক টন সেমাই জব্দ
রংপুর প্রতিনিধি :

পণ্যের মান সনদ না থাকা ও নকল ব্রান্ডের মোড়কে লাচ্ছা সেমাই উৎপাদন ও বিক্রর অপরাধে ৪টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা।

বৃহস্পতিবার বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উপ-পরিচালক প্রকৌশলী আব্দুর রশীদ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, খাদ্য দ্রব্য ও পণ্যসামগ্রীতে ভেজাল রোধে এবং ওজন ও পরিমাপ নিশ্চিত করণের লক্ষ্যে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা বৃহস্পতিবার সকাল হতে দুপুর পর্যন্ত দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় ওজন ও পরিমাপে কম পাওয়া যাওয়ায় ছাবের আলী লাচ্ছা সেমাই কারখানাকে ৫০ হাজার টাকা, একতা লাচ্ছা সেমাই কারখানাকে ২৫ হাজার টাকা, কালাম ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা ও রিমি ফুড প্রোডাক্টসকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনাকালে মানহীন প্রায় ১ টন লাচ্ছা সেমাই জব্দ করা হয়।
আদালত পরিচালনা করেন পরিচালনা করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা

মোহাম্মদ নূর-এ-আলম। আদালতকে সহায়তা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মেসবাহ-উল-হাসান ও পরিদর্শক মিঠুন কবিরাজ।

শেয়ার