গত ২ দিনের বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের জমিতে চাষ করা কৃষকের বিভিন্ন মৌসুমীফসল পানির নীচে তলিয়ে গেছে। পানিতে ফসল তলিয়ে যাওয়ায় দিসেহারা হয়ে পরেছে সেখানকার কৃষকেরা। রংপুর পানি উন্নয়ন বের্ডের কর্মকর্তারা জানিয়েছেন ভারত থেকে আসা পানির কারণে তিস্তা নদীতে পানি বাড়ি বৃদ্ধি পেয়েছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, উজানের পাহাড়ি ঢলে বৃহস্পতিবার সকাল থেকে তিস্তার পানি বৃদ্ধি পেতে থাকে। সকালে নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১ দশমিক ২ সেন্টিমিটার নিচ দিয়ে এবং কাউনিয়া পয়েন্টে ১ দশমিক ৫৬ সেন্টিমিটার নিচ দিয়েপ্রবাহিত হয়েছে।
চৈত্র মাসে তিস্তা নদীতে আকস্মিক পানি বৃদ্ধির কারণে গঙ্গাচড়া, কাউনিয়া উপজেলার চরাঞ্চলের জমিতে চাষ করা কৃষদের মিষ্টি কুমড়া, বাদাম, ভুট্টা, পেঁয়াজ, রসুন, বোরো ধানসহ বিভিন্ন ফসল পানিতে তলিয় গেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকরা।
গঙ্গাচড়া উপজেলার নজরুল ইসলাম জানান, আমি নদী এলাকায় বড় হয়েছি। চৈত্র মাসে তিস্তা নদীতে পানি বাড়া দেখিনি। এবার প্রথম দেখলাম। নদী ভাঙনের কারণে ফসলি জমি তিস্তার গর্ভে বিলিন হয়েছে। শুষ্ক মৌসুমে চাষাবাদই আমাদের সারা বছরের খাবারের যোগান দেয়। মিষ্টি কুমড়া, পেঁয়াজ- রসুন, লাল শাক ও বোরো ধান লাগিয়েছিলাম। হঠাৎ কওে নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় ফসল পানিতে তলিয়ে গেছে।
কাউনিয়ার ঢুষমারার চর এলাকার কৃষক তরিকুল ইসলাম জানান, এই প্রথম দেখলাম চৈত্র মাসে তিস্তার পানি বাড়া। প্রতি বছর চৈত্র মাসে জেগে ওঠা চওে আমরা নানান ধরনের ফসল ফলাই। এ বছর হঠাৎ পানি এসেছে। আমার প্রায় ৪একর জমির ধান, মিষ্টি কুমড়া, পেঁয়াজ, রসুন ও বাদাম নষ্ট হয়ে
গেছে। অনেক কৃষকের ক্ষেত পানিতে তলিয়ে রয়েছে। লক্ষীটারি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল হাদী জানান, নদীর পানি এই সময় বাড়ার কথা নয়। জৈষ্ঠ্য মাসের শেষের দিকে তিস্তা নদীর পানি বাড়ে। কৃষকরা প্রতি বছর শুষ্ক মৌসুমে ফসল চাষ করেন। কিন্তু দুই-তিন দিন ধরে চৈত্র মাসেই তিস্তা নদীর পানি বেড়েছে। এতে চাষ করা ভুট্টা, বাদাম, বোরো ধান তলিয়ে গেছে।
রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব জানান, ভারতে বৃষ্টির কারণে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। নদী এখন পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। নদীর বুকে চাষ করা ফসলেরও ক্ষতি হয়েছে।