Top
সর্বশেষ

আগ্রহ হারানোর শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

২৭ জুন, ২০২০ ১১:১৮ পূর্বাহ্ণ
আগ্রহ হারানোর শীর্ষে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড

গত সপ্তাহে পুঁজিবাজারের বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় শীর্ষ স্থানটি দখল করেছে ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড। বিনিয়োগকারীরা ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রতিষ্ঠানটির ইউনিটের দামে পতন হয়েছে।

এদিকে দাম কমে যাওয়ায় বিনিয়োগকারীদের একটি অংশ মিউচ্যুয়াল ফান্ডটি কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়ে লেনদেন হয়েছে ৪১ লাখ ৭৭ হাজার টাকা। আর প্রতি কার্যদিবসে গড় লেনদেন হয়েছে ৮ লাখ ৩৫ হাজার টাকা।

অপরদিকে ইউনিটের দাম কমেছে ৬ দশমিক ১০ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি ইউনিটের দাম কমেছে ৫০ পয়সা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে মিউচ্যুয়াল ফান্ডটির দাম দাঁড়িয়েছে ৭ টাকা ৭০ পয়সা, যা তার আগের সপ্তাহ শেষে ছিল ৮ টাকা ২০ পয়সা।

ডিএসইর তথ্য অনুযায়ী, মিউচ্যুয়াল ফান্ডটির মোট ইউনিটের মধ্যে ৩৩ দশমিক ৩৩ শতাংশ রয়েছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি অংশের মধ্যে ৩৩ দশমিক ৭৯ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩২ দশমিক ৮৭ শতাংশ এবং বিদেশিদের কাছে দশমিক শূন্য এক শতাংশ আছে।

ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের পরেই গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর তালিকায় ছিল আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মিউচুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান। সপ্তাহজুড়ে মিউচ্যুয়াল ফান্ডটির দাম কমেছে ৪ দশমিক ৬২ শতাংশ। এর পরেই রয়েছে সানলাইফ ইনস্যুরেন্স। সপ্তাহজুড়ে এই কোম্পানিটির শেয়ার দাম কমেছে ৪ শতাংশ।

এছাড়া গত সপ্তাহে বিনিয়োগকারীদের আগ্রহ হারানোর শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ন্যাশনাল টি’র ২ দশমিক ৮৬ শতাংশ, এশিয়ার টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ২ দশমিক ৮৬ শতাংশ, প্রাইম ব্যাংকের ২ দশমিক ৭৪ শতাংশ, লিন্ডে বাংলাদেশের ২ দশমিক ৭৪ শতাংশ, রেকিট বেনকিজারের ২ দশমিক ৫৩ শতাংশ, এসিআই ফরমুলেশনের এক দশমিক ৫৯ শতাংশ এবং বাংলাদেশ ওয়াল্ডিংয়ের এক দশমিক ৩৩ শতাংশ দাম কমেছে।

শেয়ার