Top

চবিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন

০৭ এপ্রিল, ২০২২ ৭:৩০ অপরাহ্ণ
চবিতে আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন
চবি প্রতিনিধি :

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৫ শতাংশ আদিবাসী কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে আদিবাসী কোটা সংরক্ষণ পরিষদ। বৃহস্পতিবার (৭ মার্চ) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ মিনারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আদিবাসী কোটা আমাদের অধিকার। আমরা বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আদিবাসী শিক্ষার্থীদের ৫ শতাংশ ‘আদিবাসী কোটা’ পুনর্বহালের দাবি জানাচ্ছি।’

তারা বলেন, ‘পাহাড়ি অঞ্চলে প্রয়োজনীয় কোন স্কুল কলেজ নেই। আমাদের অনেক প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় আসতে পেরেছি। কিন্তু যে পরিবেশ থেকে আমরা এসেছি, সেখান থেকে এসে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকুরি পাওয়া খুবই কঠিন বিষয়। তাই চাই আমাদের ৫ শতাংশ কোটা পুনর্বহাল থাকুক। দাবি পূরণ না হলে আন্দোলনে হুঁশিয়ারিও দেন তারা।’

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির নব গঠিত কমিটির আহ্বায়ক রুমেন চাকমা, যুগ্ম আহ্বায়ক সুপ্রিয় তঁঞ্চঙ্গ্যা, মংসেনু রাখাইন, এঞ্জেলা আকাঙ্খা থিগিদি, সদস্য সচিব স্নেহময় ত্রিপুরা, সদস্য নবোদয় চাকমা, মংমংশি মারমা, গুণেন ত্রিপুরা, নীলা ওয়ান রাখাইন, মেনপং ম্রো, সজীব তালুকদার, হ্লামিউ মারমাসহ প্রমুখ।

শেয়ার