দেশে দারিদ্রতার হার কমেছে। ধানের উৎপাদন কমলেও দেশে খাদ্যের কোন সংকট নেই, একটি মানুষও না খেয়ে নেই রাজবাড়ীতে কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো: আব্দুর রাজ্জাক এমপি এ কথা বলেছেন।
তিনি বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী পৌরসভা অডিটোরিয়ামে আয়োজিত কৃষি উৎপাদন বৃদ্ধি ও বিপনন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা এ সব কথা বলেন।
কৃষি সচিব সায়েদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত মত বিনিময় সভায় বিষেশ অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন ও সালমা চৌধুরী রুমা, জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, রাজবাড়ী পৌরসভার মেয়র মোঃ আলমগীর শেখ তিতুসহ অন্যান্যরা।
এর আগে রাজবাড়ী সার্কিট হাউজে কৃষিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি গার্ডঅফ অনার প্রদান করা হয়।