Top

দোকান ঘরেই বৃদ্ধ দম্পত্তির সংসার

০৮ এপ্রিল, ২০২২ ১১:১৫ পূর্বাহ্ণ
দোকান ঘরেই বৃদ্ধ দম্পত্তির সংসার
কুষ্টিয়া প্রতিনিধি :

রাস্তার পাশে ছোট্ট একটি দোকান। প্রায় ১২ বছর ধরে বৃদ্ধা দোকানদার নূর আলী খা (৭৮) ও তার স্ত্রী গুরুতর অসুস্থ সুফিয়া খাতুন (৭২) ছোট্ট দোকানটিতে বসবাস করেন। দোকানে প্রতিদিন বিক্রি হয় ৩০০ থেকে ৬০০ টাকার পণ্য। এতে লাভ হয় ৪০ থেকে ৬০ টাকা। লাভের টাকায় তাদের সংসার চলে না। ফলে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধা এই দম্পত্তি।

গৃহহীন হওয়ায় তারা ছোট্ট দোকানের মধ্যে প্রায় একযুগ ধরে বসবাস করছেন। তাদের কষ্টের যেন শেষ নেই। টাকার অভাবে চিকিৎসা করাতে না পারায় নূর আলীর স্ত্রী সুফিয়া খাতুন ছয় বছর ধরে চলাফেরা করতে পারেন না। তাছাড়া সুফিয়া নানা ধরনের জটিল রোগে আক্রান্ত। বার্ধক্যজনিত জনিত কারণে নূর আলীর শরীরেও নানা রোগ। টাকার অভাবে তারা চিকিৎসা করাতে পারেন না, ঔষধ কিনতে পারেন না। শুধু তাইই নয়, তারা বাসস্থান, শৌচাগার, টিউবওয়েল, খাদ্য ও বস্ত্রের অভাবে সীমাহীন কষ্ট করেন। কিন্তু তার ছেলেরা বসবাস করেন পাকা বাড়িতে। হাজারো কষ্টে জর্জরিত বৃদ্ধ দম্পতি তার সন্তানদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে রাজি হননি।

মানবেতর জীবনযাপন করা বৃদ্ধ নূর আলী খা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের মালিপাড়া গ্রামের মৃত ছালেবাত খা এর ছেলে। তার স্ত্রীর নাম সুফিয়া খাতুন। সুফিয়া খলিশাকুন্ডি গ্রামের মিলপাড়ার কলিম উদ্দিন খন্দকারের মেয়ে। নূর আলী খা বার্ধক্যজনিত কারণে ভারি কাজ করতে পারেন না প্রায় একযুগ ধরে। সেসময় থেকে তিনি মুদি ব্যবসা শুরু করেন। তার আগে তিনি দিনমজুর ও লেবুর ব্যবসা করতেন। তার চার মেয়ে ও দুই ছেলে।

অভাব অনটনের কষ্ট আর রোগ যন্ত্রণাকে সঙ্গী করে মানবেতর জীবন যাপন করা অসুস্থ ও অসহায় বৃদ্ধা সুফিয়া খাতুন বলেন, থাকার কিছু নাই, বাড়ি নাই, জায়গা নাই, খেতে দেয়ার লোক নাই, কে খেতে দিবে?
সাহায্যের আবেদন জানিয়ে তিনি আরও বলেন, আমার পা-হাত পড়ে গেছে, চলাফেরা করতে পারি না, হাটতে পারি না। ছেলেদের অবস্থাও ভালো না। তাদের সংসারেও অভাব। আমার রোগ যন্ত্রণা আছে কিন্তু চিকিৎসা করার ক্ষমতা নেই, টাকা নাই। চেয়ারম্যান-মেম্বার টাকা-পয়সা দেয় না, কেউ কিছু দেয় না। ঘর চাই, বাড়ি চাই, কাপড়-চোপড় চাই, খাওয়াদাওয়া চাই, চিকিৎসার জন্য সাহায্য চাই।

সাহায্যের আবেদনের এক পর্যায়ে তিনি বলেন, অসুস্থ অবস্থায় বছরের পর বছর ধরে রোগ যন্ত্রণা নিয়ে দোকান ঘরের মধ্যে বসে আছি। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাছে পেলে মন খুলে পেটের কথা সব তাকে বলতাম, শেখ হাসিনাকে মা’র মতো করে সব বলতাম।

এক প্রশ্নের জবাবে বৃদ্ধ দম্পতি বলেন, চার মেয়ের সবার বিয়ে হয়ে গেছে। দুই ছেলে কাঠের ব্যবসা ও দিনমজুর করে। ছেলেদের বিরুদ্ধে আমাদের কোন অভিযোগ নেই। তুমি চলে যাও বাপ। সাংবাদিকের সাথে কথা বললে বকাবকি করবে ছেলেরা। ছেলেদের সংসার বড়। তাদের ও অভাব আছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার পাশে ছোট্ট একটি মুদি দোকান। দোকানের মেঝেতে সুফিয়া খাতুন শুয়ে রোগের যন্ত্রণায় কাতরাচ্ছেন। পাশে তার স্বামী নূর আলী তার সেবা করছেন একইসাথে দোকানদারি করছেন। টাকার অভাবে তাদের জীবন কষ্টে ভরা। দোকানে সীমিত পরিমাণে চানাচুর, বিস্কুট, পাউরুটি, কয়েল, সাবান, শ্যাম্পু, লবন, ডাল সহ বিভিন্ন ধরনের জিনিস রয়েছে। দোকানটিতে খুব বেশি পণ্য দেখা যায়নি। যা ছিল তার মূল্য আনুমানিক দুই হার থেকে তিন হাজার হতে পারে। প্রতিদিন তার দোকানে ৩০০ থেকে ৬০০ টাকার জিনিস বিক্রি হয়। এতে তার লাভ হয় ৪০ থেকে ৬০ টাকা। লাভের টাকায় তাদের সংসার চলে না। তাদের মৌলিক চাহিদা পূরণে অক্ষম তারা। অর্থের অভাবে মানবেতর জীবনযাপন করছেন বৃদ্ধ দম্পতি। তার ছেলারা বসবাস করে ইটের পাকা বাড়িতে।

এ বিষয়ে বৃদ্ধ দম্পতির ছেলে ও তার পরিবারের সদস্যদের সাথে কথা বলতে গেলে তারা এই প্রতিবেদকের ওপর চড়াও হয়। এসময় তারা ছবি তুলতে ও তথ্য সংগ্রহ করতে বাধা দেয়। কোনো বক্তব্য দিবেন না বলে পরিস্কার জানিয়ে দেন বৃদ্ধা দম্পতির ছেলে মাহাতাব উদ্দিন।

ছেলেদের ভয়ে বৃদ্ধা নূর আলী খা তার দোকানের পিছনে একটি মাঠের মধ্যে গিয়ে বলেন, আমার স্ত্রী অনেক বছর আগে থেকে অসুস্থ। প্রথমের দিকে চিকিৎসা চালিয়েছিলাম। পরে টাকার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে না পারায় সে গত ছয় বছর ধরে পঙ্গু, একা-একা চলাচল করতে পারে না, তাছাড়াও নানা জটিল ও গোপন রোগে আক্রান্ত আমার স্ত্রী। আমিও নানা রোগ ও বার্ধক্যজনিত কারণে অসুস্থ। আমরা টাকার অভাবে খেয়ে না খেয়ে দিন যাপন করি। আমার কিছুই নেই। দুই শতক জমি ছিল সেখানে ছেলেরা বাস করে। আমি টাকার অভাবে দোকানে মালপত্র তুলতে পারিনা। ৩০০ থেকে ৬০০ টাকার বিক্রি হয় তাতে প্রতিদিন ৪০ থেকে ৬০ টাকা লাভ হয়।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, শুনি সরকার মানুষকে ঘর তুলে দেয়, কতজনকে কতকিছু দেয়। আজ পর্যন্ত চেয়ারম্যান-মেম্বাররা একটা কার্ড করে দিলো না আমাদের। অনেক আগে আমি একবার পেয়েছিলাম কিন্তু বুড়িডা কোনোদিনই কিছু পায়নি। আমি ঘুষ দিতে পারিনা এজন্য আমাদের কার্ডও হয় না। পানির কল নাই, থাকার ঘর নাই, খাওয়ার কষ্ট। ছোট্ট একটা দোকান ঘরে আমরা বসবাস করি। আমার স্ত্রীর চলাফেরা করতে পারে না। এজন্য তার গোসল, প্রস্রাব-পায়খানা থেকে শুরু করে সকল কাজ আমাকে করিয়ে দিতে হয়। আমাদের খুব কষ্ট। সরকার বা অন্য কেউ যদি আমাদের দিকে তাকাই, তাহলে আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান-মেম্বাররা আমাদের কোনো সহযোগিতা করে না।

তিনি আরও বলেন, প্রায় ১২ বছর আগে থেকে আমরা দোকান ঘরেই বসবাস করি। আগে স্ত্রী রান্না৷ করতো। সে অসুস্থ হয়ে যাওয়ার পর থেকে আমিই রান্নাবান্না করতাম। কিন্তু গত চার মাস আগে থেকে বড় ছেলেটা অনিয়মিতভাবে খেতে দেয়। কাজ করতে পারিনা বলে দোকান দিয়েছিলাম। সেই দোকানেই ১২ বছর ধরে কষ্ট করে বসবাস করি আমরা। আমার দোকানে যা লাভ হয় তা দিয়ে কিছুই হয় না। আমি রাস্তার পাশে সরকারি জায়গায় দোকানে থাকি।
প্রতিবেশী ও স্থানীয়রা বলেন, শেষ বয়সে তাদের কষ্টের সীমা নেই। তাদের মানবেতর জীবনযাপন দেখে সহ্য হয় না, খুব কষ্ট লাগে। প্রায় একযুগ ধরে দুজন বুড়া-বুড়ি ছোট্ট একটি দোকানে বসবাস করেন। টাকার অভাবে দোকানে মালামাল তুলতে পারে না। এজন্য বেচাকেনাও কম লাভও কম। টাকার অভাবে চিকিৎসা করাতে পারে না, খাওয়ার কষ্ট, পরার কষ্ট, থাকার কষ্ট। তার দুই ছেলে দিনমজুর ও ছোটখাটো ব্যবসা করে। তাদেরও অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো না।

তবে ইচ্ছে করলে তাদের বাড়িতে মা-বাবা রাখতে পারে। আগে বৃদ্ধ নূর আলী দোকানের পাশে বটতলায় রান্নাবান্না করতো। কয়েকমাস আগে থেকে তার ছেলেরা খেতে দেয়। সরকার কতো মানুষকে বিপদ থেকে উদ্ধার করে। যদি এই বৃদ্ধা স্বামী-স্ত্রীর পাশে দাঁড়ায় তাহলে তাদের কষ্ট দূর হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন প্রতিবেশী বলেন, বৃদ্ধ দম্পতির ছেলেরা চাইলে তার মা-বাবাকে তাদের বাড়িতে রাখতে পারে। কিন্তু বাড়িতে তাদের জায়গা দেয় না। কয়েকমাস আগে থেকে দুবেলা দুমুঠো খাবার খেতে দেয়। কিন্তু বৃদ্ধ এবং বৃদ্ধার চিকিৎসা, বাসস্থান, বস্ত্র সহ নানা কষ্ট। তাদের টিউবওয়েল নেই, টয়লেট নেই। খুব কষ্ট তাদের। তাদের পাশে যদি কেউ দাঁড়াতো তাহলে শেষ বয়সে বুড়ো-বুড়ি একটু শান্তি পেত।

এবিষয়ে কথা বলতে খলিসাকুন্ডি ইউনিয়নের চেয়ারম্যান জুলমত হোসেনের মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এবিষয়ে স্থানীয় চার নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সেলিম বিন জামান বলেন, বৃদ্ধ দম্পতির ঘর নেই এজন্য দোকানে বসবাস করেন। বিষয়টি আমি জানি। আমি এবারের নব নির্বাচিত মেম্বার। সরকারি বিধি মোতাবেক বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবো। তবে তার ছেলে অবস্থা মোটামুটি ভালো।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল জব্বার বলেন, বিষয়টি আমার জানা ছিলনা। আপনার মাধ্যমে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবনযাপনের বিষয়টি জানলাম। আমি খোঁজখবর নিয়ে সরকারের সুযোগ-সুবিধা দেবার উদ্যোগ নেব।

শেয়ার