Top
সর্বশেষ

পাকেরহাটে এপেক্স জুতার শো-রুম উদ্বোধন

০৮ এপ্রিল, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
পাকেরহাটে এপেক্স জুতার শো-রুম উদ্বোধন
জে.আর.জামান, খানসামা (দিনাজপুর) :

দিনাজপুরের খানসামা উপজেলার গ্রামীণ শহর পাকেরহাটে এপেক্স জুতার শো-রুম উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকালে পাকেরহাট বাদশা প্লাজায় দোয়া ও মাহফিলের পর ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আহমেদ শাহ।

এপেক্স শোরুম পাকেরহাটের স্বত্বাধিকারী মোঃ বেলাল হোসেনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শরীফ উদ্দিন ও খালেকুজ্জামান সরকার, বাদশা প্লাজার স্বত্বাধিকারী মামুনুর রশীদ বাদশা,ইউপি সদস্য শাহজাহান পাটোয়ারী, এপেক্স এর রিজিওনাল ম্যানেজার অমিতাভ বর্মণ, মা ইলেকট্রনিকস এর প্রোপ্রাইটর জাফর আহমেদ সহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার