Top
সর্বশেষ

নবাবগঞ্জে ৩০টি ঘরের মধ্যে ২৭টি ঘর পরিত্যক্ত, ১৫টি ঘর দখলে

০৮ এপ্রিল, ২০২২ ৮:৩০ অপরাহ্ণ
নবাবগঞ্জে ৩০টি ঘরের মধ্যে ২৭টি ঘর পরিত্যক্ত, ১৫টি ঘর দখলে

সরকার দিয়েছে বসবাসের জন্য ঘর,সেই ঘর বসবাসের অনুপযোগী হওয়ায়,সেখান থেকে চলে গেছেন অনেকে আবার বিক্রিও করেছেন কেউ কেউ। দীর্ঘদিন ধরে পুকুরের পাড় ভেঙে হুমকিতে রয়েছে বসবাসকারী উপকার ভোগীরা।

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার হাসারপড়া এলাকায় (বোগারের বিল) ভূমিহীন মানুষের আশ্রয়ের জন্য ৩০টি পরিবারের বসবসের জন্য সরকারিভাবে নির্মান করা হয় গুচ্ছ গ্রাম প্রকল্পের ঘর। কিন্তু সেখানে পুকুর ভাঙ্গনের ফলে, বাড়ির সামনে নেই কোনো উঠান, শিশুদের নেই কোনো খেলার ও বসবাসের জন্য নিরাপদ স্থান।নানা প্রকার অজুহাতসহ বর্ষাকালে পুকুরে পড়ে শিশু মৃত্যুর ভয়ে চলে গেছেন ১৫ টি পরিবার। অনেকে আবার চড়া দামে বিক্রিও করেছেন এসব ঘর। সেই ঘর কিনেছেন উপকারভোগী সদস্য নুরনবী( ঘর নং১৩)।

সরেজমিনে হাসারপাড়া গুচ্ছগ্রামে গিয়ে দেখা যায়, পুকুরের চারপাশে পাড় ভেঙে পড়ে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। উপকারভোগী ৩০ পরিবারের মধ্যে বসবাস করছে মাত্র ৩টি পরিবার। আর ২৭টি ঘরের শোচনীয় অবস্থা দেখে( হাত-পা, গলা ও কোমরে আঘাত পাওয়া কোনো দূর্ঘটনায় আক্রান্ত হওয়ার ভয়ে)সেখান থেকে চলে গেছে উপকারভোগীরা। অধিকাংশ ঘরের হারিয়ে গেছে টিনের চালা , হারিয়েছে টিনের তৈরী স্বাস্থ্য সম্মত পায়খানা। পরিত্যক্ত ঘর গুলোতে বেড়েছে মাদকের আনাগোনা ও জুয়ার আড্ডা। তবে উপকারভোগীদের অভিযোগ নেশার টাকা যোগাতে চুরি হচ্ছে ঘরের দরজা, জানালা, ও সরকারি টিন।

উপকার ভোগীর মধ্যে নাম প্রকাশের অনিচ্ছুক এক জন সদস্য বলেন,পুকুর সহ গুচ্ছ গ্রামের সকল খাস জমি ঘর নির্মাণের আগে মিজানুর সাধু নামে একজন ভোগ দখল করতেন,সরকারের নজরে বিষয়টি এলে সেখানে তৈরি করেন গুচ্ছ গ্রাম।গুচ্ছ গ্রামে বানানো ৩০ ঘরের মধ্যে তার ছেলে মেয়েরা পান ৯ টি ঘর। পরে মিজানুর সাধুর ছেলে নুরনবী বিভিন্ন ধরনের ভয়ভীতি ও নাম মাত্র দামে গুচ্ছ গ্রামের ৬ টি ঘর কিনেন এবং পুকুরটিও লিজ নেন। তারপরে আবারও গুচ্ছ গ্রাম তাদের দখলে চলে যায়। যখন ইচ্ছে ঘরের টিন,লোহার এংকেল খুলে নিয়ে নিজেদের ব্যাক্তিগত কাজে ব্যবহার করেন। উপজেলা প্রশাসনকে এ বিষয়ে অবগত করলেও কোনো ব্যবস্থা করেনি এখন পর্যন্ত।

আরজুমান ও গুচ্ছগ্রামের বাসিন্দা হয়ে তাঁরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছিলেন। সেই গুচ্ছগ্রাম এখন পুকুর ভাঙনের কবলে পড়ায় তাঁরা দুশ্চিন্তায় পড়েছেন। অন্যরা নিরাপদ আশ্রয়ে চলে গেলেও কোনো বিকল্প না থাকায় তাঁরা এখনো গুচ্ছগ্রামে রয়েছেন। ততে তাঁরা ভাঙন ও নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। গুচ্ছ গ্রাম উপজেলা সদরে যাওয়ার নেই কোনো সংযোগ সড়ক। কেউ অসুস্থ হলে সেখান থেকে হাসপাতালে নিতে হলে কাধে করে রাস্তায় নিতে হয়।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জিনিয়ার রেফাউল আযম বলেন, হাসার পাড়া গুচ্ছ গ্রামের বিষয়টি আপনার মাধ্যমেই জানতে পারলাম, সরেজমিনে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ সোম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার