Top
সর্বশেষ

পণ্য বিক্রিতে অনিয়ম, চট্টগ্রামে ২৫ প্রতিষ্ঠানকে জরিমানা

০৯ এপ্রিল, ২০২২ ৪:৫১ অপরাহ্ণ
পণ্য বিক্রিতে অনিয়ম, চট্টগ্রামে ২৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম মহানগরীর চারটি বাজারে অভিযান চালিয়ে ২৫ প্রতিষ্ঠানকে ১ লাখ ১১ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টিম। শনিবার (৯ এপ্রিল) সকাল ১০টা থেকে চার নির্বাহী ম্যাজিস্ট্রেট এসব অভিযান পরিচালনা করেন।

পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বেশি মূল্যে বিক্রিসহ নানা অপরাধে এসব জরিমানা করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খাতুনগঞ্জে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক। তিনি ইবনাত ট্রেডিং, আকমল ট্রেডার্স এবং নাইফ ট্রেডার্সকে তিন হাজার টাকা জরিমানা করেন।

রিয়াজ উদ্দিন বাজারে অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম। তিনি ৬ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেন। বহদ্দারহাট এলাকায় অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। তিনি বিভিন্ন অভিযোগে ৫ প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেন।

এছাড়া কাজির দেউড়ি বাজারে অভিযান পরিচালনা করেন আরেক নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত। তিনি ১১ দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা করেন।

 

শেয়ার