দীর্ঘদিন ফেরী সার্ভিস বন্ধ থাকার পর গাইবান্ধার বালাসীঘাট হতে জামালপুরের বাহাদুরাবাদঘাট পর্যন্ত লঞ্চ সার্ভিস চালুর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে এই লঞ্চ সার্ভিসের উদ্বোধন করেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।
এ উপলক্ষে বালাসীঘাট টার্মিনাল চত্তরে এক সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধু সেতুর উপর চাপ কমানো এবং উত্তরবঙ্গের আট জেলার সঙ্গে যাতায়াত সহজ করতেই বালাসী-বাহাদুরাবাদঘাট নৌ-রুটে পরীক্ষামূলকভাবে এ লঞ্চ সার্ভিস চালু করা হয়।
এতে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রা্খেন নৌ পরিবহন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব ডা. রফিকুল ইসলাম খান, বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান গোলাম সাদেক, জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, জেলা আ’লীগের সভাপতি এডভোকেট সৈয়দ শামস উল আলম হিরু, সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকসহ আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, প্রধানমন্ত্রীর চিন্তা ভাবনা হলো আমরা পেট ভরে ভাত খাবো, লেখাপড়া করবো, আমরা সমগ্র পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে চলবো । চরাঞ্জচল গুলোতে যান দেখবেন কতো উন্নয়ন হয়েছে, সেখানে বাতি জলছে। সেখানে কোন শিক্ষা ছিলোনা, ঘরবাড়ি ছিলো অন্ধকার কিন্তু এখন চরাঞ্জচলে গিয়ে দেখুন কতো উন্নতি হয়েছে।