Top
সর্বশেষ

করোনার ধাক্কা কাটিয়ে পণ্য রপ্তানির আগের গতিতে ফিরছে চট্টগ্রাম বন্দর

১০ এপ্রিল, ২০২২ ২:৫২ অপরাহ্ণ
করোনার ধাক্কা কাটিয়ে পণ্য রপ্তানির আগের গতিতে ফিরছে চট্টগ্রাম বন্দর
মুহাম্মদ দিদারুল আলম,চট্টগ্রাম :

চট্টগ্রাম বন্দর দিয়ে পণ্য রপ্তানি দ্রুত আগের অবস্থায় ফিরছে। করোনার পর স্বাভাবিক পরিস্থিতিতে পণ্য রপ্তানিতে গতি বেড়েছে চট্টগ্রাম বন্দরে। চলতি বছরের প্রথম তিন মাসে ৭০ হাজার টিইইউএস কনটেইনার পণ্য রপ্তানি করা হয়েছে। তবে এরমধ্যে মার্চ মাসেই পণ্য রপ্তানিতে তৈরি হয়েছে রেকর্ড। এরমধ্যে অধিকাংশই পোশাক পণ্য বলে জানা গেছে।

চট্টগ্রাম বন্দর থেকে বিশ্বের বিভিন্ন দেশে পণ্য পরিবহন করে থাকে জাহাজের মেইন লাইন অপারেটর (এমএলও)। তাদের সর্বশেষ হিসাবে, জানুয়ারিতে চট্টগ্রাম বন্দর দিয়ে রপ্তানি পণ্য পরিবহন হয়েছে ৭৩ হাজার ৫৪২ টিইইউএস কনটেইনার। ফেব্রুয়ারিতে জানুয়ারি মাসের তুলনায় সাড়ে তিন হাজার টিইইউএস কনটেনার পণ্য কম পরিবহন হয়েছিল। ওই মাসে রপ্তানি হয়েছিল ৭০ হাজার টিইইউএস কনটেইনার পণ্য। তবে গত দু’মাসের কাজের গতি ছাড়িয়ে মার্চ মাসেই রপ্তানি হয়েছে ৭৬ হাজার ২শ টিইইউএস কনটেইনার।

এদিকে চট্টগ্রাম বন্দরে চলতি বছরের জানুয়ারি মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে ১ লাখ ৩১ হাজার টিইইউএস কনটেইনার পণ্য আমদানি হয়েছে। সে সঙ্গে ফেব্রুয়ারিতে ১ লাখ ১৫ হাজার ও মার্চ মাসে ১ লাখ ১৩ হাজার টিইইউএস কনটেইনার পণ্য আমদানি করা হয়েছে।

গার্মেন্টস মালিকদের সংগঠন বিজিএমইএর প্রথম সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম বলেন, করোনার পর যখন স্বাভাবিক পরিস্থিতি তৈরি হল তখন পোশাকখাতে কাজের গতিটা বাড়তে শুরু করে। এখন আমাদের পোশাক খাতগুলোতে পণ্যের কার্যাদেশ বেড়েছে। যথাসময়ে পণ্য রপ্তানি করতে কারখানা মালিক-শ্রমিকরা ব্যস্ত সময় পার করছে। বন্দর-কাস্টমস সংশ্লিষ্ট সকলে আমাদের যথাযথ সেবা দেয়ার চেষ্টা করছে। আমাদের সবাইকে এখন এ গতিধারা ধরে রাখতে হবে। দেশের পোশাকখাতকে কিভাবে আরো বিকশিত করা যায় সে লক্ষ্যে কাজ করতে হবে।

চট্টগ্রাম চেম্বার সহ-সভাপতি তরফদার রুহুল আমিন বলেন, কভিড-১৯ মহামারি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক, চ্যালেঞ্জিং এবং সময়োপযোগী সিদ্ধান্তের কারণেই আমরা রপ্তানিতে বড় সুফল পাচ্ছি। এ ক্ষেত্রে সরকারি প্রণোদনা, নীতিগত সহায়তা, কঠিন সময়ে কারখানা খুলে দেয়া এবং কারখানায় শ্রমিকদের কাজে যোগ দেওয়ার আন্তরিকতাও প্রশংসা করার মতো। তখন যদি দেশের সব শিল্প কারখানা না খুলত, তাহলে এই সেক্টরের অবস্থা কোথায় গিয়ে ঠেকত কল্পনাই করতে পারতাম না।করোনা মহামারির মধ্যেই কারখানা-ব্যবসাপ্রতিষ্ঠান খুলে দিয়ে অর্থনৈতিক কর্মকান্ড সচল করে দেওয়ার মতো প্রধানমন্ত্রীর সাহসী সিদ্ধান্তের ফলেই দেশের অর্থনীতি গতি ইতিবাচক ধারায় ফিরছে।

বিদেশি জাহাজ পরিচালনকারী জিবিএক্স লজিস্টিকস লিমিটেডের অ্যাসিসট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মুনতাসির রুবাইয়াত বলেন, কভিডের ধাক্কা কাটিয়ে বাংলাদেশ রপ্তানিতে আগের ধারায় যে ফিরছে তার প্রমান আমরা গত কয়েকমাস ধরে পাচ্ছি। এই সময়ে আমরা ৫৫ থেকে ৫৭ হাজার একক কন্টেইনার রপ্তানি করে থাকি; আর সেপ্টেম্বরে করেছি ৫৭ হাজার ৮৫৫ একক। ফলে রপ্তানির ধারা একেবারেই স্বাভাবিক।আর আমদানির ধারা গত বছরের সেপ্টেম্বরের চেয়ে কম থাকলেও ২০২০ সালের আগস্টের চেয়ে বেড়েছে; আগামীতে এই ধারা আরো বাড়বে। আমদানিতেও আগের ধারায় ফিরছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. উমর ফারুক বলেন, পোশাকখাত দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যথাসময়ে পণ্য জাহাজীকরণে বন্দর কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতা করছে। চট্টগ্রাম-ইতালি রুটে রপ্তানি পণ্যবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে ইলেকট্রনিক ডেলিভারি অর্ডার সিস্টেম চালু হয়েছে। বন্দর কার্যক্রমকে ধাপে ধাপে পুরোপুরি অনলাইনের আওতায় নিয়ে আসার কাজ চলছে।

শেয়ার