বরিশালের মেহেন্দিগঞ্জে গজারিয়া নদীতে ট্রলার ডুববির ঘটনায় আরও দুই জনের লাশ উদ্ধার করেছে নৌ পুলিশ। উদ্ধারকৃতরা হলেন, মালা বেগম (৩৫) ও ইয়ামিন (৫)। তারা ঐ এলাকার বাসিন্দা বলে জানাগেছে।
রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯ টায় লাশ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছে দরিরচর খাজুরিয়া ইউনিয়নের ইউপি সদস্য স্বপন হাওলদার।
তিনি জানান, সকাল ৯ টার দিকে দূর্ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দক্ষিণে স্থানীয়রা লাশ দুটি ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে নৌ পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) তৌহিদ জামান জানান, দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে ৯ টার দিকে লাশটি ভাসতে দেখে উদ্ধার করে নৌ পুলিশ। এই নিয়ে এ ঘটনায় মোট ৫ জনের লাশ পাওয়া গেছে।
এর আগে গতকাল শনিবার দুপুরে এক শিশুর ও শুক্রবার সকালে দুই জনের লাশ উদ্ধার করে কোষ্ট গার্ড।
উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে ১০ টার দিকে মাঝের চর থেকে দরিরচর খাজুরিয়া যাওয়ার সময় গজারিয়া নদীতে একটি যাত্রীবাহি ট্রলার ঢেউয়ের তোড়ে ৮ জন যাত্রী নিয়ে ডুবে যায়। ৪ জন জীবিত উদ্ধার হলেও দুই শিশু ও ৩ নারীসহ ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।