Top

ফুলবাড়ীতে প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন

১০ এপ্রিল, ২০২২ ৩:৫৬ অপরাহ্ণ
ফুলবাড়ীতে প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশের উদ‍্যোগে মুজিববর্ষ উপলক্ষ‍্যে গৃহহীন পরিবারের জন‍্য নির্মিত গৃহ হস্তান্তর এবং থানায় স্থাপিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক উদ্বোধন করা হয়েছে।

রবিবার (১০ এপ্রিল) সকাল ১১ টায় ভার্চূয়ালি যুক্ত হয়ে বাংলাদেশ পুলিশের মানবিক এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনূষ্ঠানে আরও বক্তব‍্য রাখে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইজিপি বেনজির আহমেদ প্রমূখ। উদ্বোধনী কার্যক্রমে থানা হলরুম থেকে ভার্চুয়ালি যুক্ত হয় ফুলবাড়ী থানা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম‍্যান গোলাম রব্বানী সরকার, ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান, ওসি (তদন্ত) সারোয়ার পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল হুদা দুলাল, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ‍্যক্ষ আসাদুজ্জামান লিটু, সমাজসেবা কর্মকর্তা রায়হানুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, ফুলবাড়ী সদর ইউনিয়ন চেয়ারম‍্যান হারুন অর রশিদ, কাশিপুর ইউনিয়ন চেয়ারম‍্যান মনিরুজ্জামান মানিক, নাওডাঙ্গা ইউনিয়ন চেয়ারম‍্যান হাসেন আলী, বিশিষ্ট শিল্পপতি ওয়াহেদ আলী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুব হোসেন সরকার লিটু, সাধারণ সম্পাদক প্রভাষক জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি উত্তম কুমার মোহন্ত, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমসহ পুলিশ কর্মকর্তা ও সদস‍্য, জনপ্রতিনিধি, সুবিধাভোগী এবং সূধীজন।

শেয়ার