Top
সর্বশেষ

ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট সুপারিশ

২৮ জুন, ২০২০ ১০:৩২ পূর্বাহ্ণ
ইসলামী ব্যাংকের ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ট সুপারিশ

শেয়ার হোল্ডারদের জন্য ২০১৯ সালে ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

শরিবার (২৭ জুন) ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভায়  অনুমোদন সাপেক্ষে এ সুপারিশ করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসানের সভাপতিত্বে ভার্চুয়াল কনফারেন্সে অনুষ্ঠিত পর্ষদ সভায় এ সিদ্ধান্ত হয়।

সভায় ভাইস চেয়ারম্যান ইউসিফ আব্দুল্লাহ আল রাজী ও মো. সাহাবুদ্দিন, পরিচালক ও আইডিবি প্রতিনিধি ড. আরিফ সুলেমানসহ পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মাহবুব উল আলম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও কোম্পানি সচিব জে কিউ এম হাবিবুল্লাহ অংশ নেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৯-এ সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুমোদন দেওয়া হয়। আগামী ২০ আগস্ট ব্যাংকের ৩৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়।

শেয়ার