Top

রংপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই

১০ এপ্রিল, ২০২২ ৫:৫৮ অপরাহ্ণ
রংপুরে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিএসটিআই
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

ওজনে কম দেওয়া অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে দুটি প্রতিষ্টানকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমান আদালত।

রোববার দুপুরে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের কর্মকর্তারা ঠাকুরগাঁ জেলা প্রশাসনের সহযোগীতার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। রোববার বিকেলে বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জনা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের উদ্যোগে ঠাকুরগাঁও সদরের বিভিন্ন এলাকায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে
আব্দুল কাদের ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে ৮০ মিঃলিঃ পেট্রোল কম দেওয়া ২৫, হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট পণ্যটি উৎপাদন করায় ওমর ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন
ঠাকুরগাঁও জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস হ‍্যাপি। আদালতকে সহযোগীতা করেন বিএসটিআই রংপুর বিভাগীয় অফিসের ফিল্ড অফিসার মিঠুন কবিরাজ।

শেয়ার