পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বিজিবি সদস্য বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রবিবার (১০ এপ্রিল) বিকেলে জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের পঞ্চগড়-কহুরুরহাট সড়কের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন-জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য আব্দুল আজিজ ওরফে কালু বিডিআর (৫৫) ও তার ছেলে বিজিবি সদস্য আরিফ হোসেন (২৫)।
তাদের বাড়ি জেলার সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়। তারা দুজনে মোটরসাইকেল যোগে চাকলাহাট বাজার থেকে বাসায় ফিরছিলেন। সড়ক দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
চাকলাহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. রাসেল আলী জানান, আরিফ হোসেন ও তার বাবা আব্দুল আজিজকে নিয়ে মোটরসাইকেল যোগে চাকলারহাট বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
পঞ্চগড়-কহুরুরহাট সড়কের নতুনবন্দর এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লেগে সড়কের ওপর ছিটকে পড়ে। এসময় ট্রাক্টরের চাকায় পিস্ট হয়ে আরিফ ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত হয় তার বাবা আব্দুল আজিজ। স্থানীয়রা গুরুতর আহত আব্দুল আজিজকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক চিকিৎিসা শেষে তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।
রংপুর নিয়ে যাওয়ার পথে জেলার দেবীগঞ্জ উপজেলা সদরে গেলে তারও মৃত্যু হয়। আরিফের পরিবারের পক্ষ থেকে জানা গেছে, বিয়ে করার জন্য আরিফ ছুটিতে বাসায় এসেছিল। গত ২৪ মার্চ তার বিয়ে হয়। সড়ক দূর্ঘটনায় বাবা ছেলের মৃত্যুতে দুই পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মিঞা সড়ক দূর্ঘটনায় বাবা ছেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। তবে চালক ও সহকারী পালিয়েছেন।