Top
সর্বশেষ

সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রবি

০৯ জানুয়ারি, ২০২১ ১১:৪৮ পূর্বাহ্ণ
সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রবি
পুঁজিবাজার ডেস্ক :

বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটার লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ৭৩ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪১১ কোটি ৮৫ লাখ ২৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮২ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জিবিবি পাওয়ারের দর বেড়েছে ৪৬ দশমিক ৯৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭৩ লাখ ৯১ হাজার ৬৭ টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ লাখ ৭৮ হাজার ৪০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা একটিভ ফাইনের দর বেড়েছে ৩৯ দশমিক ৬৪ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১২৯ কোটি ৫১ লাখ ৪৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২৫ কোটি ৯০ লাখ ২৯ হাজার  টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে–বে-লিজিংয়ের ৩৮ দশমিক ৩৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৩৬ দশমিক ৫৫ শতাংশ, ন্যাশনাল ব্যাংকের ২৭ দশমিক ১৪ শতাংশ, লংকাবাংলা ফাইন্যান্সের ২৫ দশমিক ৮০ শতাংশ, এস এস স্টিলের ২৩ দশমিক ৯১ শতংশ, সাইফ পাওয়ারের ২৩ দশমিক ৩৩ শতাংশ এবং পাওয়ার গ্রীডের ২২ দশমিক ২৫ শতাংশ দাম বেড়েছে।

শেয়ার