Top
সর্বশেষ

সাপ্তাহিক দর পতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স

০৯ জানুয়ারি, ২০২১ ১১:৫৯ পূর্বাহ্ণ
সাপ্তাহিক দর পতনের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
পুঁজিবাজার ডেস্ক :

বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ১৪ দশমিক ২৯ শতাংশ। কোম্পানিটি সর্বমোট ২৩ কোটি ১৮ লাখ ১২ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৪০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা দেশ গার্মেন্টসের দর কমেছে ১৩ দশমিক ৭৭ শতাংশ। সপ্তাহজুড়ে কোম্পানিটি সর্বমোট ২ কোটি ৯৬ লাখ ৭৩ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৯ লাখ ৩৪ হাজার ৬০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের দর কমেছে ১২ দশমিক ৮০ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১০০ কোটি ৮৪ লাখ ৪১ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২০ কোটি ১৬ লাখ ৮৮ হাজার ২০০ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে-সোনালী আঁশের ১২ দশমিক ৭৬ শতাংশ, ফাইন ফুডের ১২ দশমিক ৫৪ শতাংশ, এশিয়া প্যাসেফিকের ১২ দশমিক ১৫ শতাংশ, ড্যাফোডিল কম্পিউটারের ১২ দশমিক শূন্য ৬ শতাংশ, এশিয়া ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৬০ শতাংশ, রিপাবলিক ইন্স্যুরেন্সের ১১ দশমিক ৩৩ শতাংশ এবং প্রভাতী ইন্স্যুরেন্সের ১০ দশমিক ১৯ শতাংশ দাম কমেছে।

শেয়ার