Top
সর্বশেষ

মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, প্রাণ গেল ১০ শিশুর

০৯ জানুয়ারি, ২০২১ ১২:৪১ অপরাহ্ণ
মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, প্রাণ গেল ১০ শিশুর
আন্তর্জাতিক ডেস্ক :

ভারতের মহারাষ্ট্রের ভাণ্ডারা জেলার একটি হাসপাতালের নবজাতক কেয়ার ইউনিটে আগুন লাগার পর দমবন্ধ হয়ে ১০ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে হাসপাতালটিতে আগুন লাগে বলে এনডিটিভির খবরে বলা হয়েছে।

খবরে বলা হয়, হাসপাতালটির নবজাতক কেয়ার ইউনিটে ১৭ শিশু ভর্তি ছিল। গভীর রাতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন সাত শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও ১০ শিশুকে উদ্ধার করতে পারেনি। পরে অতিরিক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে ১০ শিশু মারা যায়।

মারা যাওয়া শিশুগুলো বয়স এক থেকে তিন মাসের মধ্যে বলে সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন হাসপাতালটির এক চিকিৎসক।

জানা যায়, রাতে একজন নার্স সর্বপ্রথম হাসপাতালের কেয়ার ইউনিটে ধোঁয়া দেখতে পেয়ে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন। এর কয়েক মিনিটের মধ্যেই দমকল বাহিনীর লোকজন গিয়ে সাত শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেও দমবন্ধ হয়ে মারা যায় ১০ শিশু।

ভাণ্ডারা জেলা হাসপাতালের সিভিল সার্জন প্রমোদ খান্ডাটেও আগুনে ১০ শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন লাগার কারণ সম্পর্কে স্পষ্ট তথ্য না পাওয়া গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুনে ১০ শিশুর মৃত্যুর ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনাকে ‘হৃদয়বিদারক ট্রাজেডি’ হিসেবে উল্লেখ করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার