Top
সর্বশেষ

বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

১১ এপ্রিল, ২০২২ ৩:২৭ অপরাহ্ণ
বিশাল ব্যবধানে হেরে হোয়াইটওয়াশ বাংলাদেশ

বড় ব্যবধানের হারটা চোখরাঙানি দিচ্ছিল আগের দিন শেষেই। ২৭ রানে তিন উইকেট খুইয়ে বিপদের গন্ধ পাচ্ছিল বাংলাদেশ। তবে আজ চতুর্থ দিনে ব্যাটারদের আত্মাহুতির মিছিলে সেই বিপদটা আরও ত্বরান্বিত হয়েছে লাল সবুজের প্রতিনিধিদের। ৮০ রান তুলতেই অলআউট হয়েছে দলটি। তাতে ৩৩২ রানের হার, আর সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশই সঙ্গী হচ্ছে মুমিনুল হকদের।

পোর্ট এলিজাবেথ টেস্টে ২৭ রানে ৩ উইকেট নিয়ে চতুর্থ দিন শেষ করে বাংলাদেশ। এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান করে বাংলাদেশের সামনে ৪১৩ রান দেয় দক্ষিণ আফ্রিকা।

জবাব দিতে নেমে তৃতীয় দিনে মাত্র ৯ ওভার খেলে তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয় ও নাজমুল হাসান শান্তর গুরুত্বপূর্ণ উইকেট হারায় বাংলাদেশ।

বিস্তারিত আসছে…..

শেয়ার