Top

রংপুরে পালাতক আসামি গ্রেপ্তার

১১ এপ্রিল, ২০২২ ৩:৫৯ অপরাহ্ণ
রংপুরে পালাতক আসামি গ্রেপ্তার

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলার ৭ বছরের সশ্রম কারাদন্ডে দন্ডিত পালাতক আসামী মঞ্জুরুল আলম পল্লবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩ রংপুর সদর দপ্তরের সদস্যরা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে দিনাজপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে র‌্যাব-১৩ সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহামুদ বশির আহামেদ স্বাক্ষরিত সাংবাদিকদের কাছে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, ডিজিটাল নিরাপত্তা আইনে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত পালাতক আসামী মঞ্জুরুল আলম পল্লব ২০০৭ সালের মাঝামাঝি সময়ে বিয়ে করেন। তাদের সংসার কালে তাদের একটি সন্তান জন্ম নেয়। সংসার চলাকালে বিভিন্ন কারণে স্ত্রীকে শারীরিক ও মানষিক নির্যাতন করেন।

নির্যাতন সহ্য করতে না পেরে ২০১১ তাকে তালাক স্ত্রী। তালাক দেওয়া পল্লব ক্ষিপ্ত হয়ে পাঁচ লক্ষ টাকা দাবী করে। টাকা না দেওয়ায় তার বোনের ছবি এডিট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়।

এমনকি তাদের হত্যারও হুমকি দেয়। এর পর তার বোন আকতার বানু লাকি বাদী হয়ে মঞ্জুরুল আলম পল্লবকে আসামি করে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে। মামলায় পল্লবকে ৭ বছরের সশ্রম কারাদণ্ডে দন্ডিত করে আদালত। রায় ঘোষণার পর থেকে সে পলাতক থাকে। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

শেয়ার