Top
সর্বশেষ

নর্থ সাউথে শিক্ষক লাঞ্ছনায় জাবি শিক্ষার্থীদের মানববন্ধন

১২ এপ্রিল, ২০২২ ৫:৩৯ অপরাহ্ণ
নর্থ সাউথে শিক্ষক লাঞ্ছনায় জাবি শিক্ষার্থীদের মানববন্ধন
জাবি প্রতিনিধি :

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিসংখ্যান বিভাগের শিক্ষককে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কফিশপে ডেকে দলবদ্ধ হয়ে মারধরের প্রতিবাদে মানববন্ধন করেছে জাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে শিক্ষার্থীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষক আতিকুর রহমানকে নির্দোষ দাবি করে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের মারধরের সাথে জড়িত শিক্ষার্থীদের যথাযথ বিচারের দাবী জানায় বক্তারা। সুষ্ঠু বিচার না হলে সড়ক অবরোধের হুঁশিয়ারি প্রদান করা হয়।

পরিসংখ্যান বিভাগের ৪৪ ব্যাচের শিক্ষার্থী তানভীর আহমেদ পিয়াস বলেন, ‘একটা মিথ্যা অভিযোগের প্রেক্ষিতে একজন শিক্ষকের অপমান করা হয়েছে। তাকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। শিক্ষকের বিরুদ্ধে ওই মেয়ে শুধু অভিযোগ দিয়েছে কিন্তু কোনো প্রমাণ না দিয়ে মারধর করে সামাজিক যোগাযোগ মাধমে ছবি পোস্ট করে তার মানহানী করা হয়েছে। তারা শুধু শিক্ষক আতিকুর রহমানকে অপমান করেনি তারা পুরো শিক্ষক জাতিকে অপমান করেছে। এটা পূর্বপরিকল্পিত ছিল। এটা একটা সাজানো নাটক। আমরা সুষ্ঠু বিচার চাই। যদি বিচার না হয় আমরা মহা সড়ক অবরোধ করতে বাধ্য হবো।’

পরিসংখ্যান বিভাগের আরেক শিক্ষার্থী সূচনা বলেন, ” ঘটনা ঘটার ২৪ ঘন্টা পার হয়ে গেছে কিন্তু এখনো আমরা কোন প্রমাণ পাইনি, অপরাধের শাস্তি হওয়া অবশ্যই উচিত কিন্তু এটা নিয়মনীতি মেনে হবে। এভাবে দিনেদুপুরে একজন শিক্ষকের গায়ে কেউ হাত তোলার অধিকার কেউ রাখেনা।”

পরিসংখ্যান বিভাগের ৪৬ তম ব্যাচ শিক্ষার্থী সোহেল বলেন ” অভিযোগ এসেছে এটা এখনো প্রমাণিত না, সত্য মিথ্যা যেকোনো কিছু হতে পারে, এভাবে শিক্ষককে অপমান করাটা অনুচিত, স্যারের ব্যক্তি সম্মান যেভাবে জলাঞ্জলি হলো এর দায়ভার কে নিবে? দেশে আইন আদালত আছে বিচারকার্য পরিচালনার জন্য, গায়ে হাত তুলে অপমান অপদস্ত করার অধিকার ওরা পেলো কই? সুষ্ঠু তদন্ত চাই, বিচার চাই৷ ” এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক আতিকুর রহমানকে কফিশপে ডেকে দলবদ্ধ হয়ে পিটুনির অভিযোগ উঠে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে।

গতকাল সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, ওই শিক্ষককে বেধড়ক মারধর ও হুমকি দিচ্ছেন কয়েকজন তরুন। মারধরের শিকার আতিকুর রহমান নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের খন্ডকালীন শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক।

শেয়ার