Top
সর্বশেষ

ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 

১৩ এপ্রিল, ২০২২ ১০:৪১ পূর্বাহ্ণ
ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীতে ডুবে ২ শিশুর মৃত্যু 
ঠাকুরগাঁও  প্রতিনিধি: :

ঠাকুরগাঁও‌ সদর উপ‌জেলার নারগুন ইউ‌নিয়‌নের কহরপাড়া পুরাতন কবরস্থান সংলগ্ন টাঙ্গণ নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ২ শিশুকে জী‌বিত উদ্ধার করা হয়।

মঙ্গলবার বি‌কে‌লে ওই এলাকার টাঙ্গণ নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম জানান, বিকেলে ৪ শিশু নদীতে গোসল করতে যায়। এ সময় পানিতে তলিয়ে গিয়ে কহরপাড়া গ্রামের ইউনুছ আলীর ছে‌লে সিয়াম (৯) ও একই গ্রা‌মের মনুসুর আলীর ছেলে মাসুম বিল্লাহ (১১) এর মৃত্যু হয়। একই সাথে শাওন (১২) ও অপর এক শিশুকে জীবিত উদ্ধার করে ডুবু‌রি দল। দুই  শিশুকে উদ্ধার ঠাকুরগাঁও জেনারেল হাসপাতা‌লে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম জানান, ঘটনাটি মর্মান্তিক। স্থানীয় চেয়ারম্যান এ বিষয়ে বিস্তারিত পদক্ষেপ নিবেন বলে জানান তিনি।

নারগুন ইউপি চেয়ারম্যান সেরেকুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকাবাসী খুবই মর্মাহত। মৃত ২ শিশুর মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান ঘটনাস্থলে পরিদর্শন শেষে মৃত ২ শিশুর পরিবারের সাথে দেখা করেন এবং তাদের নগদ অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেন।

শেয়ার