Top

কুষ্টিয়ায় পানিতে ডুবে প্রকৌশলীর মৃত্যু

১৩ এপ্রিল, ২০২২ ১২:২৯ অপরাহ্ণ
কুষ্টিয়ায় পানিতে ডুবে প্রকৌশলীর মৃত্যু
কুষ্টিয়া প্রতিনিধি :
কুষ্টিয়ার ভেড়ামারায় গঙ্গা-কপোতাক্ষ খালে পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ক্যানালপাড়া এলাকায় থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এরআগে জিকে ক্যানালের ১ নম্বর ব্রীজ থেকে পানিতে লাফ দেন তিনি।
নিহত প্রকৌশলী গোলাম সরোয়ার মিঠন (৩৫) উপজেলার মহারাজপুর গ্রামের রব্বানীর ছেলে। তিনি ২দিন আগে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন।
পুলিশ এবং মৃতের স্বজনরা জানান, মিঠন একজন বিএসসি ইঞ্জিনিয়ার ছিলেন। কিছুদিন পূর্বে তার মানসিক ভারসাম্যহীনতা দেখা দেয়। পরে তাকে পাবনা মানসিক হাসপাতাল-সহ বিভিন্ন স্থানে চিকিৎসা করা হয়।
লালনশাহ সেতুর নিকট যাত্রী ছাউনী জামে মসজিদের ইমাম আব্দুর রশিদ জানান, গত ২দিন ধরে মিঠন উক্ত মসজিদে অবস্থান করছিল।
মঙ্গলবার যোহরের নামাজের পর তিনি জিকে ক্যানালের ১ নম্বর ব্রীজ থেকে লাফ দেন। পরে ক্যানালপাড়া এলাকায় মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি সাঁতার জানতেন না।
ভেড়ামারা থানার ওসি (তদন্ত) নান্নু খান জানান, আমরা মরদেহ উদ্ধার করেছি। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ভেড়ামারা-দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত ঘটনাস্থল ও পরিদর্শন করেন।
শেয়ার