গত রোববার (১০ এপ্রিল) চবির আরেক শিক্ষার্থী মো. রিদুওয়ানুল হকের অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে র্যাব।
রিদুওয়ানুল হক অভিযোগ করেন, মো. মাইনুদ্দিন হাসান (২৫) এর ‘মাহতির ইসলাম’ নামক ফেসবুক আইডি হতে টিউশন দেয়ার বিভিন্ন পোস্ট দেখতে পাই। সেখানে মিডিয়া ফি বাবদ প্রথম মাসের বেতনের ৫০% টাকা অগ্রিম দিতে হবে মর্মে উল্লেখ করে এবং তাদের শর্তে রাজি থাকে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে বলে। আমি উক্ত হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিয়ে টিউশন করতে আগ্রহ প্রকাশ করি। তখন মাইনুদ্দিন আমাকে পূর্ণ নাম ঠিকানা দিতে বলেন এবং অফিসে এসে টিউশনের অভিভাবকের সাথে কথা বলে অগ্রিম মিডিয়া ফি দিয়ে যেতে অথবা বিকাশে পাঠাতে বলেন। আমি মাইনুদ্দিনের দেওয়া বিকাশ নাম্বারে ২,৫০০/- টাকা বিকাশ করি এবং টিউশনের অভিভাবকের মোবাইল নাম্বার ও ঠিকানা চাইলে আমাকে একটি মোবাইল নাম্বার দেয় এবং আট এপ্রিলের পরে ফোন করতে বলেন। পরবর্তীতে আমি গত আট এপ্রিল উক্ত অভিভাবকের মোবাইল নাম্বারে ফোন করলে নাম্বারটি বন্ধ দেখতে পাই। তখন মাইনুদ্দিনের নাম্বারে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি। এক পর্যায়ে আমার মোবাইল নাম্বার ব্লক করে দেন।’
কোনভাবেই তার সাথে যোগাযোগ করতে না পেরে রিদুওয়ানুল বুঝতে পারেন তিনি প্রতারণার স্বীকার হয়েছেন। তাই তিনি গত ১০ এপ্রিল (রবিবার) বর্ণিত বিষয়ে র্যাব-৭, চট্টগ্রামকে বিষয়টি অবহিত করেন। বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর মিডিয়া উইং জানান, ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে র্যাব-৭, চট্টগ্রাম উক্ত আসামীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী এবং ছায়াতদন্ত শুরু করে।
নজরদারীর একপর্যায়ে র্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে উক্ত আসামী চট্টগ্রাম মহানগরীর পাচঁলাইশ থানাধীন কসমোপলিটন আবাসিক এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মো. মাইনুদ্দিন হাসান (২৫), পিতা-মুকতার আহমদ, থানা-সাতকানিয়া, জেলা-চট্টগ্রামকে আটক করে। আটকের পর অভিযুক্ত মাইনুদ্দিন র্যাবের কাছে সব স্বীকার করেন।
উল্লেখ্য, আলামত হিসেবে র্যাব-৭ আসামী কর্তৃক ইতিপূর্বে বিভিন্ন তারিখ ও সময়ে ম্যাসেঞ্জারে ভিকটিমের সাথে কথোপকথনের স্ক্রীন শর্টের ২৫ কপি আলামত হিসেবে জব্দ করেন।