Top
সর্বশেষ

মাশরাফির অভাব সবাই অনুভব করবে

০৯ জানুয়ারি, ২০২১ ৭:১০ অপরাহ্ণ
মাশরাফির অভাব সবাই অনুভব করবে

বিসিবির ভবিষ্যত পরিকল্পনায় নেই মাশরাফি বিন মুর্তজা। যে কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে দলে নেই সাবেক এই অধিনায়ক। তিনি না থাকায় ‘বাংলাদেশের শক্তি কমেছে’ মন্তব্য করে সাবেক অধিনায়ক আকরাম খান জানিয়েছেন, মাশরাফির অভাব অনুভব করবে দল।

ওয়ানডের প্রাথমিক দলেও মাশরাফিকে রাখেননি নির্বাচকরা। চোটের কারণে ক্যারিয়ারে বহুবার বাদ পড়তে হয়েছে এই পেসারকে। তবে এভাবে বাদ পড়ার অভিজ্ঞতা এবারই প্রথম।

তার না থাকা প্রসঙ্গে আজ (শনিবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সামলানো আকরাম বললেন, ‘মাশরাফি একজন গ্রেট খেলোয়াড়, কোনও সন্দেহ নেই। সে আমাদের অন্যতম সেরা অধিনায়কও। ওর মতো একজন খেলোয়াড় স্কোয়াডে না থাকাটা দলের শক্তি কমিয়েছে এবং ওর যে অভিজ্ঞতা, সেই হিসেবে সবাই অভাব অনুভব করবে।’

২০২৩ বিশ্বকাপের ভাবনায় নেই মাশরাফি। তাই দলে রাখা সম্ভব হয়নি বলে কয়েকদিন আগে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু, ‘অবশ্যই (বাদ দেওয়া কঠিন ছিল)। ওর প্রতি সম্মান আমাদের সবসময়ই আছে। আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা কঠিন সিদ্ধান্ত ছিল, তারপরও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে।’

সঙ্গে যোগ করেছিলেন, ‘২০২৩ বিশ্বকাপের পরিকল্পনা অনুযায়ী এই সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের সবাই মিলে সম্মিলিতভাবে নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে। সেই হিসেবে আমি মনে করি, ওর জায়গায় যে খেলবে তার জন্য একটা বিরাট সুযোগ।’

প্রসঙ্গত, রবিবার সকালে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ দল। দীর্ঘ ৮ মাসের বিরতি কাটিয়ে ক্যারিবিয়ানদের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় লাল-সবুজ জার্সিধারীরা। তিনটি ওয়ানডের পাশাপাশি দুটি টেস্ট খেলবে দুই দল। আগামী ২০ জানুয়ারি সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে। এরপর ২২ ও ২৫ জানুয়ারি বাকি দুই ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ৩ ফেব্রুয়ারি শুরু হবে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ১১ ফেব্রুয়ারি।

শেয়ার