Top
সর্বশেষ

দাবি আদায়ে ডিএসই এর এমডিকে বিনিয়োগকারীদের চিঠি

২৯ জুন, ২০২০ ৮:৫৬ পূর্বাহ্ণ
দাবি আদায়ে ডিএসই এর এমডিকে বিনিয়োগকারীদের চিঠি

ক্রেস্ট সিকিউরিটিজের মালিকপক্ষকে অতিদ্রুত আইনের আওতায় এনে আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে বিনিয়োগকারীদের শেয়ার ও টাকা ফিরিয়ে দেওয়াসহ ৭ দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

রোববার (২৮ জুন) রাজধানীর নিকুঞ্জে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) কাছে দেওয়া চিঠিতে এ দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। এ সময় সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক ও  সাংগঠনিক সম্পাদক এ কে এম শাহাদাত উল্লাহ উপস্থিত ছিলেন।

চিঠিতে উল্লেখ করা হয়, পুঁজিবাজারের বিনিয়োগকারীদের নিরাপত্তা দেওয়া, আস্থার পরিবেশ সৃষ্টি, তারল্য প্রবাহ বৃদ্ধি ও অন্যান্য গুরুত্বপূর্ণ সমস্যা অতিদ্রুত সমাধানের জন্য ৭টি দাবি বাস্তবায়নের অনুরোধ করা হলো।

দাবিগুলোর মধ‌্যে রয়েছে- সম্প্রতি ক্রেস্ট সিকিউরিটিজের দুর্নীতি ও প্রতারণার মাধ্যমে বিনিয়োগকারীদের কোটি কোটি টাকা ও শেয়ার হাতিয়ে নিয়ে ক্রেস্ট সিকিউরিটিজ হাউজের কর্মকর্তারা লাপাত্তা। এই বিষয়টি সমাধানের জন্য আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে ওই হাউজের বিনিয়োগকারীদের টাকা ও শেয়ার ফিরিয়ে দিতে হবে। এছাড়া ক্রেস্ট সিকিউরিটিজের মালিক পক্ষকে অতিদ্রুত আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের হয়রানি ও অপেশাদারমূলক কাজের জন্য ডিএসইর সার্ভিলেন্স ডিপার্টমেন্ট, মনিটরিং ডিপার্টমেন্ট, ক্লিয়ারিং ডিপার্টমেন্ট, আইটি ডিপার্টমেন্টের বর্তমান দায়িত্বরতদের দ্রুত অপসারণ করতে হবে।

আগামী ৭২ ঘণ্টার মধ্যে ডিএসইর নিয়ন্ত্রিত সব ব্রোকারেজ হাউজ, মার্চেন্ট ব্যাংকের বিনিয়োগকারীদের শেয়ার ও সর্বশেষ টাকার পরিমাণ সংশ্লিষ্ট বিও অ‌্যাকাউন্ট হোল্ডারদের মোবাইল নম্বরে এএমএস বা ইমেইল বা বর্তমান/স্থায়ী ঠিকানায় পাঠানোর দাবি করা হয় চিঠিতে৷ এছাড়া প্রতিদিনের লেনদেনের তথ্য সংশ্লিষ্ট গ্রাহকে অবশ্যই এসএমএস, ইমেইলের মাধ্যমে জানাতে হবে৷

বিনিয়গকারীদের আস্থা ধরে রাখতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ক্রেস্ট হাউজের সার্বিক পরিস্থিতি নিয়ে ডিএসইর পক্ষ থেকে সংবাদ সম্মেলন করতে হবে৷

চীনের সঙ্গে ডিএসইর মালিকানার শেয়ার বিক্রি বাবদ অর্জিত প্রায় এক হাজার কোটি টাকা শেয়ারবাজারে বিনিয়োগ করার শর্তে সরকার থেকে ট্যাক্স মওকুফের সুবিধা ব্রোকারেজ মালিকেরা নিয়েছিলেন। সেটির কত টাকা প্রকৃতপক্ষে শেয়ারবাজারে বিনিয়োগ হয়েছে তা তদন্ত করে আগামী ৭২ ঘণ্টার মধ্যে রিপোর্ট প্রকাশ করতে হবে৷

শেয়ার