Top

রংপুরে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ

১৪ এপ্রিল, ২০২২ ৩:৩৯ অপরাহ্ণ
রংপুরে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ
সাজ্জাদ হোসেন বাপ্পী, রংপুর :

নানান আয়োজনে বিভাগীয় নগরী রংপুরে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ। বৃহস্পতিবার বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ।

সকালে নগরীর টাউন হল চত্বর থেকে রংপুর জেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সী মানুষের উচ্ছাস নাচ-গান শধ্য দিয়ে শোভাযাত্রায়টি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন। পওে শোভাযাত্রাটি জিলা স্কুল মাঠে ড়িয়ে শেষ হয়।

পরে বৈশাখী বটতলা মঞ্চে আয়োজিত অনুষ্ঠানের শুরুতেই রংপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার আবদুল ওয়াবভূঞা, রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট ছাফিয়া খানম, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মেহেদুল করিম, জেলা আওয়ামীলীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। আলোচনা পর্বে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আসিব আহসান।
এরপর সেখানে শিশু-কিশোরসহ বেতার ও টেলিভিশনের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন। পহেলা বৈশাখ ঘিরে জিলা স্কুল মাঠে তিন দিনব্যাপী লোকজ ও বিসিক মেলা উদ্বোধন করা হয়।

অপরদিকে, বেলা বারোটায় সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যানারে রংপুর টাউন হল চত্বর থেকে আরেকটি শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক ঘুরে রংপুর প্রেসক্লাব চত্বর প্রদক্ষিণ করে। এর আগে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করেন। এছাড়াও রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, রংপুর সরকারি কলেজ, সরকারি বেগম রোকেয়া কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি- বেসরকারি প্রতিষ্ঠানে নানান আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার