Top
সর্বশেষ

ভারতে টিকাদান কার্যক্রম শুরু ১৬ জানুয়ারি

০৯ জানুয়ারি, ২০২১ ৮:০২ অপরাহ্ণ
ভারতে টিকাদান কার্যক্রম শুরু ১৬ জানুয়ারি

ভারতে অপেক্ষার প্রহর শেষ হলো। দেশটিতে আগামী ১৬ জানুয়ারি থেকে ভারতে করোনা টিকা প্রদান শুরু হবে। অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে প্রায় ৩০ কোটি মানুষকে টিকা প্রদান করা হবে। সর্বপ্রথম টিকা পাবেন প্রায় তিন কোটি স্বাস্থ্যকর্মীসহ প্রথমসারির করোনাভাইরাস যোদ্ধারা। তারপর পঞ্চশোর্ধ্ব মানুষ এবং কো-মর্বিডিটি থাকা ৫০ বছরের থেকে কম বয়সী মানুষকে এই টিকা প্রদান করা হবে।

শনিবার (৯ জানুয়ারি) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে দেশের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পরেই সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।

গত রোববার (৩ জানুয়ারি) জরুরি ভিত্তিতে সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া (এসআইআই) এবং ভারত বায়োটেককে করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিসিজিআই) ভি জে সোমানি।

করোনা টিকাদান প্রক্রিয়ার জন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রস্তুতি কেমন তা নিয়ে শনিবার উচ্চপর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে ১৬ জানুয়ারি থেকে টিকাদান কর্মসূচি শুরু করার চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

শেয়ার