Top

চিলমারী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৪ এপ্রিল, ২০২২ ৬:৫১ অপরাহ্ণ
চিলমারী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারী উপজেলা পরিষদের নির্মাণাধীন উপজেলা পরিষদ কমপ্লেক্স এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুড়িগ্রাম ৪ আসনের জাতীয় সংসদ সদস্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন এমপি এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম।
৫ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন চারতলাবিশিষ্ট উপজেলা পরিষদ কমপ্লেক্স এর নির্মাণকাজ শুরু হলো এই ভবনটি নির্মিত হলে উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের অফিসসহ উপজেলা পরিষদের আওতাধীন ১৭ টি প্রতিষ্ঠানের অফিস হবে। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লিচু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান ও মহিলা ভাইস-চেয়ারম্যান মোছাম্মদ আছমা বেগম চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শেয়ার