Top

চিলমারীতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান

১৪ এপ্রিল, ২০২২ ৬:৫৩ অপরাহ্ণ
চিলমারীতে নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের চিলমারী উপজেলা এবং নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে পরিবার প্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
আজ বিকেলে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোঃ জাকির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুস সাত্তার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম প্রমুখ। উপজেলার ৫৩ টি পরিবারের মাঝে ৫০হাজার টাকার করে চেক বিতরণ করা হয়
শেয়ার